ফটোকেমিক্যাল ধোঁয়া কিভাবে সৃষ্টি হয়?
ফটোকেমিক্যাল ধোঁয়া কিভাবে সৃষ্টি হয়?
জনসংখ্যা বৃদ্ধির সাথে জ্বালানির ব্যবহার অধিক হারে বেড়ে যাচ্ছে। মানুষ তাদের প্রয়োজন মেটানোর জন্য জ্বালানির দহনের ফলে উৎপন্ন শক্তি ব্যবহার করছে।
জ্বালানি দহনের ফলে
CO₂ ; NO₂ ; CO ; SO₂ ; NO এবং অব্যবহৃত জ্বালানি CH₄ ইত্যাদি গ্যাস উৎপন্ন হয়। গ্যাসগুলি উৎপন্ন হওয়ার পর পরিবেশের সঙ্গে যুক্ত হচ্ছে। এরা সূর্যের আলোর উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন বিষাক্ত গ্যাসের ধোঁয়া সৃষ্টি করে। একে ফটোকেমিক্যাল ধোঁয়া বলে। এভাবে ফটোকেমিক্যাল ধোঁয়ার সৃষ্টি হয়।
CO₂ ; NO₂ ; CO ; SO₂ ; NO এবং অব্যবহৃত জ্বালানি CH₄ ইত্যাদি গ্যাস উৎপন্ন হয়। গ্যাসগুলি উৎপন্ন হওয়ার পর পরিবেশের সঙ্গে যুক্ত হচ্ছে। এরা সূর্যের আলোর উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন বিষাক্ত গ্যাসের ধোঁয়া সৃষ্টি করে। একে ফটোকেমিক্যাল ধোঁয়া বলে। এভাবে ফটোকেমিক্যাল ধোঁয়ার সৃষ্টি হয়।
Comments
Post a Comment