বয়ঃসন্ধিকাল ; টেস্টটিউব বেবি ; ভ্রুণ কাকে বলে?
বয়ঃসন্ধিকাল ; টেস্টটিউব বেবি ; ভ্রুণ কাকে বলে?
বয়ঃসন্ধিকাল : শৈশব থেকে কৈশোরের মধ্যবর্তী সময়ে শারীরিক ও মানসিক নানা পরিবর্তন ঘটে। এই সময়কে বয়ঃসন্ধিকাল বলে।
টেস্টটিউব বেবি : কৃত্তিম উপায়ে দেহের বাইরে ডিম্বাণু ও শুক্রাণুর মিলন ঘটিয়ে প্রাথমিক ভ্রুণ তৈরি করে আবার তাকে স্ত্রীলোকের জরায়ুতে প্রতিস্থাপনের মাধ্যমে শিশুর জন্ম হলে তাকে টেস্টটিউব বেবি বলে।
ভ্রুন : গর্ভের মধ্যে অবস্থিত শিশু কিংবা উদ্ভিদের বীজের মধ্যে অবস্থিত উদ্ভিদকে ভ্রুণ বলে।
Comments
Post a Comment