CO₂ কিভাবে জীবন বাঁচাতে সাহায্য করে?
CO₂ কিভাবে জীবন বাঁচাতে সাহায্য করে?
জ্বালানির দহনের ফলে CO₂ উৎপন্ন হয়। এ গ্যাস বৈশ্বিক উষ্ণায়নের জন্য দ্বায়ী। এছাড়া এসিড বৃষ্টি সৃষ্টি করে থাকে। অর্থাৎ বিভিন্ন ভাবে আমাদের পরিবেশের ক্ষতি করে থাকে।
কিন্তু CO₂ না থাকলে জীবকুল বেঁচে থাকত না। কারণ উদ্ভিদ সূর্যের আলো ও ক্লোরোফিলের সাহায্যে CO₂ ও H₂O থেকে শর্করা জাতীয় খাবার গ্লুকোজ(C₆H₁₂O₆) উৎপন্ন করে।
6CO₂ +6H₂O ----->C₆H₁₂O₆ +6O₂
উদ্ভিদের তৈরি এই শর্করা জাতীয় খাবার আমরা খেয়ে বেঁচে থাকি। উদ্ভিদ CO₂ শোষণ না করলে পরিবেশে এর মাত্রা অধিক হারে বেড়ে যেত। ফলে প্রাণীকুলের বেঁচে থাকা অসম্ভব হয়ে যেত। এভাবে CO₂ জীবন বাঁচাতে সাহায্য করে।
Comments
Post a Comment