মানব স্বাস্থ্যের উপর লেড স্টোরেজ ব্যাটারির ক্ষতিকর প্রভাব।
মানব স্বাস্থ্যের উপর লেড স্টোরেজ ব্যাটারির ক্ষতিকর প্রভাব।
আমরা বাসা বাড়িতে আইপিএস এর ব্যাটারি বা যানবাহনে যেসব ব্যাটারি ব্যবহার করা হয় সেগুলো লেড স্টোরেজ ব্যাটারি নামে পরিচিত। এসব ব্যাটারীতে লেড ধাতুর পাত ও তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ হিসাবে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। এসব ব্যাটারি ব্যবহারের পর পরিবেশে ফেলে দিলে পরিবেশের মারাত্মক ক্ষতি করে। ব্যাটারীতে থাকা লেড ধাতু মাটি ও পানির সাথে যুক্ত হয়। পরবর্তীতে তারা উদ্ভিদের মাধ্যমে ফসল এবং পানির মাধ্যমে মাছের শরীরে প্রবেশ করে। অর্থাৎ আমাদের খাদ্যশৃঙ্খলে প্রবেশ করে।
মানব স্বাস্থ্যের উপর লেড ধাতুর ক্ষতিকর প্রভাব নিম্নরূপঃ
১. লেড ধাতু রক্তের হিমোগ্লোবিন সংশ্লেষণে বাধা দেয়। এতে হিমোগ্লোবিন নষ্ট হয়ে যায়।
১. লেড ধাতু রক্তের হিমোগ্লোবিন সংশ্লেষণে বাধা দেয়। এতে হিমোগ্লোবিন নষ্ট হয়ে যায়।
২. রক্তে লেড ধাতুর পরিমান অধিক হলে রক্তচাপ বৃদ্ধি পায়।
৩. লেড ধাতুর সংক্রমণে স্ত্রীলোকের গর্ভপাত হতে পারে।
৪. সাত বছরের কম বয়সী শিশুর মস্তিষ্কের বিকাশ ব্যাহত হতে পারে।
Comments
Post a Comment