ড্রাগ আসক্তি কি?
ড্রাগ আসক্তি কি?
ড্রাগ আসক্তি বা মাদকাসক্ত হচ্ছে ক্রমাগত মাদকদ্রব্য সেবনের কারণে এমন এক অবস্থা সৃষ্টি হয় যে মাদকদ্রব্যের সাথে মানুষের দৈহিক ও মানসিক সম্পর্ক গড়ে ওঠে এবং মানুষ বাধ্যতামূলকভাবে মাদক সেবন করে। অন্যথায় অনেক সমস্যায় পড়ে। তখন তাকে ড্রাগ আসক্তি বা মাদকাসক্ত বলে।
যেসব ড্রাগের উপর মানুষের আসক্তি আছে সেগুলো হলো আফিম, হেরোইন, মদ, গাজা, পেথিড্রিন ইত্যাদি।
কৌতূহলবশত, সঙ্গদোষ, মানসিক যন্ত্রণা লাঘব করার জন্য, হতাশা দূর করার জন্য, নিজেকে বেশি কার্যক্ষম করার জন্য, পারিবারিক অশান্তি এবং পারিবারিক অভ্যাসগত কারণে মানুষের ড্রাগ আসক্তি সৃষ্টি হতে পারে। এছাড়া বাবা-মা মাদকের প্রতি আসক্ত থাকলে সন্তানও মাদকে আসক্ত হতে পারে।
Comments
Post a Comment