অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য কি?
অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য কি?
বেনজিন বা বেনজিনের সমগোত্রক যৌগসমূহকে অ্যারোমেটিক যৌগ বলে।
এর বৈশিষ্ট্য নিম্নরূপ :
১. অ্যারোমেটিক যৌগে (4n + 2) সংখ্যক সঞ্চারণশীল π- ইলেকট্রন বিদ্যমান থাকে।
এর বৈশিষ্ট্য নিম্নরূপ :
১. অ্যারোমেটিক যৌগে (4n + 2) সংখ্যক সঞ্চারণশীল π- ইলেকট্রন বিদ্যমান থাকে।
২. এদের গঠন সমতলীয় চক্রাকার এবং একান্তর দ্বিবন্ধন বিদ্যমান থাকে।
৩. অ্যারোমেটিক যৌগের অসম্পৃক্ততা বিশেষ ধরনের। অর্থাৎ অ্যালকিনের মত সংযোজন বিক্রিয়া দেয় না।
৪. এদের স্থায়িত্ব বিশেষ ধরনের। অর্থাৎ KMnO₄ দ্বারা জারিত হয় না।
৫. অ্যারোমেটিক যৌগ ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া (যেমন : নাইট্রেশন, সালফোনেশন, হ্যালোজেনেশন, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন) দেয়।
Comments
Post a Comment