মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।


 

মুক্তজোড় ইলেকট্রনঃ  কোন পরমাণুর যোজ্যতা স্তরে বা সর্ববহিঃস্থ শক্তিস্তরে যে ইলেকট্রন গুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করে না তাদেরকে মুক্তজোড় ইলেকট্রন বলে।
 
যেমন ঃ ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায়

Cl (17) ---> 1s² 2s²2p⁶ 3s² 3Px² 3Py² 3Pz¹

এখানে, ক্লোরিনের সর্ববহিঃস্থ শক্তিস্তর অর্থাৎ তৃতীয় শক্তিস্তরে 3s² 3Px² 3Py² অরবিটাল গুলোতে দুটি করে ইলেকট্রন বিদ্যমান থাকে। এই ইলেকট্রনগুলি বন্ধন গঠনে অংশগ্রহণ করে না। এজন্য এই ইলেকট্রনগুলি কে মুক্তজোড় ইলেকট্রন বলে। এখানে ক্লোরিনের তিন জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে।

 বন্ধন জোড় ইলেকট্রনঃ  পরমাণু যোজ্যতা স্তরে বা সর্ববহিঃস্থ শক্তিস্তরে যে ইলেকট্রনগুলি বন্ধন গঠনে অংশগ্রহণ করে তাদেরকে বন্ধন জোড় ইলেকট্রন বলে।
 কোন পরমাণু ইলেকট্রন বিন্যাস করলে তার সর্ববহিঃস্থ শক্তিস্তরে যে বেজোড় ইলেকট্রন গুলি থাকে সেই ইলেকট্রনগুলি বন্ধন গঠনে অংশগ্রহণ করে। কাজেই বলা যায়, কোন পরমাণুর সর্ববহিঃস্থ শক্তিস্তরে যতটি বেজোড় ইলেকট্রন থাকে ঐ পরমাণু ততটি বন্ধন গঠন করতে পারে।

 
যেমনঃ ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায়

Cl (17) ---> 1s² 2s²2p⁶ 3s² 3Px² 3Py² 3Pz¹

এখানে, ক্লোরিনের সর্ববহিঃস্থ শক্তিস্তর অর্থাৎ তৃতীয় শক্তিস্তরে 3Pz¹ অরবিটালে একটি বেজোড় ইলেকট্রন বিদ্যমান থাকে। এই ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করে। এজন্য এই ইলেকট্রনকে বন্ধন জোড় ইলেকট্রন বলে। 
এখানে ক্লোরিনের সর্ববহিঃস্থ শক্তিস্তরে একটি বেজোড় ইলেকট্রন আছে। এজন্য ক্লোরিন একটি মাত্র বন্ধন গঠন করতে পারে। 
এইজন্য ক্লোরিনের বন্ধন জোড় ইলেকট্রন একটি। হাইড্রোজেন ক্লোরাইড (H-Cl) অণুতে একটি হাইড্রোজেনের সঙ্গে একটি ক্লোরিন পরমাণু একটি বন্ধন গঠন করে। হাইড্রোজেন ক্লোরাইড (H-Cl) অণুতে বন্ধন জোড় ইলেকট্রন একজোড়া বা দুইটি।

Comments

  1. SF6 যৌগে মুক্তজোড় ইলেকট্রন কয়টি??

    ReplyDelete
  2. Co2অনুত মুক্তজোড় ইলেক্ট্রন উল্লেখ কর

    ReplyDelete
    Replies
    1. ৩ জোড়া মুক্ত ইলেক্ট্রন?

      Delete
    2. Co2অনুত মুক্তজোড় ইলেক্ট্রন ০৮ টি

      Delete
    3. ৪ টি মুক্তজোড়, ৪টি বদ্ধজোড়

      Delete
    4. শূন্য

      Delete
  3. PCl5 যৌগে বন্ধন জোড় ইলেক্ট্রন কয়টি?

    ReplyDelete
    Replies
    1. PCl5 যৌগে মুক্তযোড় ইলেকট্রন ১৪। আর কেন্দীয় মৌল P এর মুক্তযোড় ইলেকট্রন ১টা।

      Delete
    2. Pcl5 এ মুক্তজোড় ইলেকট্রন 15 জোড় বা 30 টি ও বন্ধনজোড় ইলেকট্রন 5 জোড় বা 10 টি

      Delete
  4. O এ মুক্ত জোড় ইলেকট্রন কত

    ReplyDelete
  5. ফসফরাস টেট্রা ক্লোরাইড এর মুক্ত জোড় ইলেকট্রন কয়টি?? যদি বুঝিয়ে দিতেন চিত্র সহ ভাল হত

    ReplyDelete
  6. PCL5 এ মুক্ত জোড় ইলেকট্রন কয়টি?

    ReplyDelete
  7. sio3 এর মুক্ত জোর ইলেকট্রন কতটি?

    ReplyDelete
  8. IF5 এর মুক্ত জোড় ইলেকট্রন কতটি

    ReplyDelete
  9. কোন যৌগের বন্ধন জোড় ও মুক্তজোড় ইলেকট্রন সমান

    ReplyDelete
  10. CH4 এর মুক্তজোড় ইলেকট্রন কয়টি?

    ReplyDelete
  11. HCL এর ইলেকট্রন?

    ReplyDelete
  12. Sulfur onute mukto jor electron koite?

    ReplyDelete
  13. ch4 এ মুক্তজোড় ইলেক্ট্রন কয়টি?

    ReplyDelete
  14. CH4 E ki muktojor electron ase..?

    ReplyDelete
  15. HF এ মুক্ত জোড়া ইলেকট্রন কয়টি???

    ReplyDelete
  16. মুক্তজোড় ইলেকট্রন প্রভাব সবচেয়ে বেশি কোনটিতে?

    ReplyDelete
  17. Ozone er bondhon jor electron koiti??

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।