পর্যায় সারণির মূল ভিত্তি ইলেকট্রন বিন্যাস কেন?

পর্যায় সারণির মূল ভিত্তি ইলেকট্রন বিন্যাস কেন?


 
মেন্ডেলিফ মৌলের পারমাণবিক ভরের উপর ভিত্তি করে পর্যায় সারণী আবিষ্কার করেছিলেন। 
কিন্তু পরবর্তীতে পারমাণবিক ভরের উপর ভিত্তি করে মৌলসমূহকে সাজালে তিন জোড়া মৌলের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়। কিন্তু পারমাণবিক ভর   এর সঠিক ব্যাখ্যা দিতে পারে না। 
পরবর্তীতে পারমাণবিক সংখ্যা আবিষ্কারের ফলে মৌলেসমূহকে পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানো হয়। পারমাণবিক সংখ্যা একটি ক্রমিক সংখ্যা। কিন্তু এক নম্বর পর্যায়ে দুটি মৌল ; 2 ও 3 নম্বর পর্যায়ে 8 টি মৌল ; 4 ও 5 নম্বর পর্যায়ে 18 টি মৌল ; ষষ্ঠ ও ৭ম পর্যায় 32 টি মৌল কেন অবস্থান করে এর সঠিক ব্যাখ্যা পারমাণবিক সংখ্যা দিতে পারে না। 
পরবর্তীতে ইলেকট্রন বিন্যাস আবিষ্কারের মাধ্যমে মৌলসমূহের সঠিক অবস্থান ব্যাখ্যা করা সম্ভব হয়। অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মৌলসমূহের গ্রুপ ও পর্যায় সহজে নির্ণয় করা যায়। এজন্য ইলেকট্রন বিন্যাসকে পর্যায় সারণির মূল ভিত্তি বলা হয়।

Comments

  1. অন্য কোন ভাবে কি এর ব্যাখ্যা দেওয়া যায় না

    ReplyDelete
  2. আরো ভালো হওয়ার দরকার ছিল

    ReplyDelete
  3. অন্য ভাবেও এর ব্যাখ্যা দেওয়া যায়।

    ReplyDelete
  4. I appreciate you writing.. Ihis is very good for me

    ReplyDelete
  5. আরো একটু ভালো ভাবে লিখা যায় । ।

    ReplyDelete
  6. Basically, it's the question for number 3. Cause of it, that should be explained a bit more with clauses.
    But main theme you written very well.
    We can get at least 2 out of 3 through the answer as well

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।