ধাতু সমূহ সমযোজী বন্ধন গঠন করে না কেন?
ধাতু সমূহ সমযোজী বন্ধন গঠন করে না কেন?
ধাতব মৌল গুলি এর নিকটতম নিষ্ক্রিয় গ্যাস অপেক্ষা একটি, দুটি বা তিনটি ইলেকট্রন বেশি থাকে। ইলেকট্রনগুলি ধাতব পরমাণুসমূহ সহজে ত্যাগ করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে। ধাতব পরমাণুসমূহের বহিঃস্থ শক্তিস্তরে অষ্টক পূর্ণতার জন্য ইলেকট্রন শেয়ারের থেকে ইলেকট্রন ত্যাগ করে অষ্টক পূর্ণ করার প্রবণতা অধিক। এক্ষেত্রে শক্তির প্রয়োজন কম হয়। এজন্যে ধাতুসমূহ সমযোজী বন্ধন গঠন করে না।
Comments
Post a Comment