কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?


 

কপার ও ক্রোমিয়াম এর ইলেকট্রন বিন্যাস নিম্নরূপঃ

Cu (29)----> 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 4s¹ 3d¹º

Cr (24) -----> 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 4s¹ 3d⁵


ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায়, কপারের ক্ষেত্রে 4s² 3d⁹ থেকে 4s¹ 3d¹º হয়েছে এবং ক্রোমিয়াম এর ক্ষেত্রে 4s² 3d⁴ থেকে 4s¹ 3d⁵ হয়েছে। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে যদি সর্ববহিঃস্থ শক্তির অরবিটাল অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় থাকে তবে ঐ মৌলের স্থিতিশীলতা বৃদ্ধি পায়। 
এজন্য কপারের ইলেকট্রন বিন্যাসে বহিঃস্থ  শক্তিস্তরে 4s² 3d⁹ এর পরিবর্তে 4s¹ 3d¹º হয় এবং ক্রোমিয়াম এর ক্ষেত্রে  4s² 3d⁴ এর পরিবর্তে 4s¹ 3d⁵ হয়। 
স্থিতিশীলতার জন্য কপার ও ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম দেখা যায়।

Comments

  1. Cu er Jojoni 2 ber korar niyom janale upokrito hobo

    ReplyDelete
  2. ধন্যবাদ আপনাকে😀

    ReplyDelete
  3. আমার একটি পশ্ন এবং আমাদের পশ্নে বলা আছে কপার এর ইলেকট্রন বিন্যাস শুধু এইটুকু ই আছে তা হলে এটার পশ্ন কি হবে। দয়াকরে বলবেন

    ReplyDelete
    Replies
    1. Cu er elektron binnash:1s(2) 2s(2) 2p(6) 3s(2) 3p(6) 3d (10) 4s(1)

      Delete
    2. 4s(1) is smaller than 3d(10)

      Delete
  4. Thank you bro❤❤❤❤❤❤❤

    ReplyDelete
  5. cl(17) এর ক্ষেত্রে তাহলে এটা ঘটে না কেন?
    সেখানেও তো p অরবিটাল ৫ টি ইলেকট্রন থাকে তাহলে s থেকে একটি ইলেকট্রন আসলে ৬ টি অর্থাৎ সম্পূর্ণ হয় কিন্তু এটার ক্ষেত্রে ব্যাতিক্রম ঘটে না কেন?

    ReplyDelete
    Replies
    1. এটা শুধুমাত্র D অরবিটাল এর জন্য যাতে করে অধিক স্থিতিশীলতা অর্জন করতে পারে এছাড়াও ক্লোরিন নিষ্ক্রিয় মৌল সে স্থিতিশীলতা অর্জনের জন্য ইলেকট্রন ত্যাগ করবে

      Delete
    2. এটা শুধুমাত্র D অরবিটাল এর জন্য যাতে করে অধিক স্থিতিশীলতা অর্জন করতে পারে এছাড়াও ক্লোরিন নিষ্ক্রিয় মৌল সে স্থিতিশীলতা অর্জনের জন্য ইলেকট্রন ত্যাগ করবে

      Delete
    3. দুঃখিত ইলেকট্রন ত্যাগ করবে না গ্রহণ করবে

      Delete
    4. তাহলে কার্বন এর ক্ষেত্রেও সেইম কোয়েশ্চেন! কার্বন তো নিষ্ক্রিয় নয়। স্থিতিশীলতা অর্জনের জন্য কার্বনের তো p3 হওয়া উচিত ছিলো।

      Delete
  6. Cr পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেনো??

    ReplyDelete
    Replies
    1. No ATA to poribortonshil boi eita sudhu 4s¹ ar 3d¹⁰ hoi boring 3d⁹ ar 4s² hoi

      Delete
  7. thenk you for your suggestion

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।