এসিড বৃষ্টির এসিডিটি কিভাবে শনাক্ত করা যায়?
এসিড বৃষ্টির এসিডিটি কিভাবে শনাক্ত করা যায়?
বৃষ্টির পানিকে সংগ্রহ করে এতে নীল লিটমাস পেপার ডুবালে লাল রংয়ে পরিবর্তিত হলে বৃষ্টির পানি এসিডিক। কিন্তু লাল লিটমাস ডুবালে রং এর কোন পরিবর্তন হয় না।
আবার pH মিটার দ্বারা বৃষ্টির পানির এসিডিটি শনাক্ত করা যায়। এভাবে বৃষ্টির পানির এসিডিটি শনাক্ত করা যায়।
Comments
Post a Comment