অপরিণত বয়সে গর্ভধারণ কিভাবে প্রতিরোধ করা যায়?

অপরিণত বয়সে গর্ভধারণ কিভাবে প্রতিরোধ করা যায়?


গর্ভধারণ হচ্ছে শরীরের একটি বিশেষ পরিবর্তন। সন্তান গর্ভে এলে এই পরিবর্তন হয়। মেয়েদের গর্ভধারণের নির্দিষ্ট বয়স সীমা আছে। মেয়েদের ক্ষেত্রে 18 বছরের নিচে গর্ভধারণ করাকে অপরিণত গর্ভধারণ বলে। অপরিণত বয়সে গর্ভধারণ করলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়।
অপরিণত বয়সে গর্ভধারণ প্রতিরোধ করতে হলে- 

# মেয়েদের 18 বছরের নিচে এবং ছেলেদের 21 বছরের নিচে বিয়ে দেওয়া যাবে না।

# পরিবারকে সচেতন হতে হবে।

#  বাবা মাকে ছেলে মেয়েদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে যাতে তারা কোন ভুল না করে।

#  বিভিন্ন প্রচার মাধ্যমের দ্বারা জনগণকে এ বিষয়ে সচেতন করতে হবে।

#  বাল্যবিবাহ রোধে যথাযথ আইন প্রয়োগ করা। 

#  যৌন মিলন সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা।

Comments

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।