অপরিণত বয়সে গর্ভধারণ কিভাবে প্রতিরোধ করা যায়?
অপরিণত বয়সে গর্ভধারণ কিভাবে প্রতিরোধ করা যায়?
গর্ভধারণ হচ্ছে শরীরের একটি বিশেষ পরিবর্তন। সন্তান গর্ভে এলে এই পরিবর্তন হয়। মেয়েদের গর্ভধারণের নির্দিষ্ট বয়স সীমা আছে। মেয়েদের ক্ষেত্রে 18 বছরের নিচে গর্ভধারণ করাকে অপরিণত গর্ভধারণ বলে। অপরিণত বয়সে গর্ভধারণ করলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়।
অপরিণত বয়সে গর্ভধারণ প্রতিরোধ করতে হলে-
# মেয়েদের 18 বছরের নিচে এবং ছেলেদের 21 বছরের নিচে বিয়ে দেওয়া যাবে না।
# পরিবারকে সচেতন হতে হবে।
# বাবা মাকে ছেলে মেয়েদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে যাতে তারা কোন ভুল না করে।
# বিভিন্ন প্রচার মাধ্যমের দ্বারা জনগণকে এ বিষয়ে সচেতন করতে হবে।
# বাল্যবিবাহ রোধে যথাযথ আইন প্রয়োগ করা।
# যৌন মিলন সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা।
Comments
Post a Comment