বায়োপলিমার কাকে বলে?
বায়োপলিমার কাকে বলে?
যেসব পলিমার প্রথমে সূর্যের আলোতে বিয়োজিত হয় এবং পরবর্তীতে প্রাকৃতিক ভাবে ব্যাকটেরিয়া জীবাণু দ্বারা বিয়োজিত হয়। এদেরকে বায়োপলিমার বলে।
এই পলিমার জীবাণু দ্বারা বিয়োজিত হতে 20 থেকে 30 বছর সময় লাগে। ভুট্টা ; ইক্ষু হতে বায়োপলিমার প্রস্তুত করা হয়।
আমরা যে পলিমার বা প্লাস্টিক ব্যবহার করে থাকি তা পরিবেশে পচনশীল নয়। এজন্য এই পলিমার বা প্লাস্টিক আমাদের পরিবেশের ক্ষতি করে থাকে।
কিন্তু বায়োপলিমার এটা পরিবেশে একটি নির্দিষ্ট সময় পরে পচনশীল হয়। যার কারণে বায়োপলিমার আমাদের পরিবেশের ক্ষতি করে না। এজন্য সাধারণ পলিমারের থেকে বায়োপলিমার ব্যবহার করা উত্তম।
Comments
Post a Comment