বয়ঃসন্ধিকালে মানসিক পরিবর্তনগুলি কি?

বয়ঃসন্ধিকালে মানসিক পরিবর্তনগুলি কি?


 
10 থেকে 19 বছর সময় কালকে বয়ঃসন্ধিকাল বলে। এইসময় ছেলেমেয়েদের বিভিন্ন ধরনের মানসিক পরিবর্তন ঘটে।

১. বাবা মা ও নিকটাত্মীয়র কাছ থেকে ভালোবাসা পাওয়ার ইচ্ছা জাগে।

২. আবেগ দ্বারা পরিচালিত হওয়ার প্রবণতা বাড়ে।

৩. ছেলেমেয়েদের মধ্যে সম্পর্কের বিষয়ে কৌতুহলের সৃষ্টি হয়।

৪. বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়।
 
৫. বিভিন্ন নেশা দ্রব্যের উপর আকর্ষণ সৃষ্টি হয়।

৬. আত্মনির্ভরশীল হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়।

৭. মানসিক পরিপক্কতা শুরু হয়।

Comments

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।