গাঢ় এসিড ও ক্ষার বিপদজনক কেন?
গাঢ় এসিড ও ক্ষার বিপদজনক কেন?
গাঢ় এসিড ও ক্ষার ক্ষয়কারী পদার্থ। এসব পদার্থ শরীরের সংস্পর্শে এলে শরীর পুড়ে যায়। জামাকাপড়ের সংস্পর্শে আসলে জামাকাপড় নষ্ট হয়ে যায়। হাতে লাগলে হাতের ক্ষতি করে। চোখে লাগলে চোখের ক্ষতি করে এমনকি অন্ধ হয়ে যেতে পারে। মুখের মধ্যে গেলে মুখ ও গলা পুড়ে যেতে পারে। এজন্য গাঢ় এসিড এবং ক্ষার বিপদজনক।
Comments
Post a Comment