জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।



জারণ সংখ্যাঃ  যৌগ গঠনের সময় একটি মৌল অপর মৌলের সাথে যুক্ত হতে যে কয়টি ইলেকট্রন আদান প্রদান করে সেই আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যাকে জারণ সংখ্যা বলে।

জারণ সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক, ভগ্নাংশ এবং শূন্য হতে পারে। একটি মৌলের একাধিক জারণ সংখ্যা হতে পারে। একে পরিবর্তনশীল জারণ সংখ্যা বলে। কোন যৌগে নির্দিষ্ট মৌলের অজানা জারণ সংখ্যা নির্ণয়ের জন্য কিছু নির্দিষ্ট মৌলের জারণ সংখ্যা মনে রাখা প্রয়োজন।
জানা মৌলের জারণ সংখ্যার সাহায্যে কোন মৌলের অজানা জারণ সংখ্যা সহজেই নির্ণয় করা যায়।

যেসব মৌলের জারণ সংখ্যা মনে রাখা প্রয়োজন তা নিম্নরূপঃ

১. চার্জ নিরপেক্ষ পরমাণুর জারণ সংখ্যা শূন্য হয়।
যেমনঃ Na ; K ; Mg ; Ca ; Fe ইত্যাদি।

২. দ্বি-মৌলিক গ্যাসের জারণ সংখ্যা শূন্য।
যেমনঃCl₂ ; Br₂ ; I₂ ; N₂ ; O₂ ; F₂ ; H₂ ইত্যাদি।

৩. নিষ্ক্রিয় গ্যাসের জারণ সংখ্যা শূন্য।
যেমনঃ He ; Ne ; Ar ; Kr ; Xe ; Rn.
 
৪. গ্রুপ- 1 এর মৌল সমূহের জারণ সংখ্যা  +1.
যেমনঃ H ; Li ; Na ; K ; ইত্যাদি।
 
৫. গ্রুপ -2 এর মৌলসমূহের জারণ সংখ্যা  +2.
যেমনঃ Be ; Mg ; Ca ইত্যাদি।
 
৬. গ্রুপ -17 মৌলসমূহের জারণ সংখ্যা -1.
যেমনঃ Cl₂ ; Br₂ ; I₂ ; F₂.
 
৭. গ্রুপ -16 মৌলসমূহের জারণ সংখ্যা -2.
যেমনঃ O₂ ; S ইত্যাদি।

৮. সাধারণ অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা -2. যেমনঃ Na₂O,MgO ; CaO ; ইত্যাদি।

পার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -1. যেমনঃ  H₂O₂ ; Na₂O₂ ইত্যাদি। 
আবার সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা - 1/2.   যেমনঃ NaO₂ ; KO₂ ইত্যাদি।

৯. হাইড্রোজেন যদি অধাতুর সঙ্গে যুক্ত থাকে তবে জারণ সংখ্যা +1 হয়। যেমনঃ HCl ; HBr ; HI ; H₂O ইত্যাদি। 
আবার হাইড্রোজেন ধাতুর সঙ্গে যুক্ত থাকলে জারণ সংখ্যা -1 হয়। 
যেমনঃ NaH ; CaH₂ ; LiH ইত্যাদি।


একটি যৌগের মোট জারণ সংখ্যার পরিবর্তন শূন্য হয়।
KMnO₄ যৌগটিতে  Mn এর জারণ সংখ্যা
   Mn => +1 + Mn + (- 2) x 4 =0
          => +1 + Mn - 8 = 0
          => Mn - 7 = 0
          => Mn = +7

যৌগটি আধান নিরপেক্ষ হওয়ায় সমান চিহ্নের পরে শূন্য হয়েছে। পটাশিয়াম গ্রুপ-1 এর মৌল হাওয়ায় এর জারণ সংখ্যা +1 এবং অক্সিজেনের জারণ সংখ্যা -2.অতএব KMnO₄ যৌগটিতে  Mn এর জারণ সংখ্যা +7.

MnO₄- যৌগটিতে  Mn এর জারণ সংখ্যা

          =>  Mn + (- 2) x 4 =  -1
          =>  Mn - 8 = -1
          => Mn  = -1 +8
          => Mn = +7

যৌগটি আধান -1 হওয়ায় সমান চিহ্নের পরে -1 হয়েছে।
FeCl₃ যৌগটিতে Fe এর জারণ সংখ্যা
     => Fe + (-1)x 3 = 0
     => Fe - 3 = 0
     => Fe = + 3

যৌগটি আধান নিরপেক্ষ হওয়ায় সমান চিহ্নের পরে শূন্য হয়েছে। Cl গ্রুপ -17 এর মৌল হাওয়ায় এর জারণ সংখ্যা -1.

K₂Cr₂O₇ যৌগটিতে Cr এর জারণ সংখ্যা
    => (+1)x 2 +2Cr + (-2)x 7 = 0
    => +2 +2Cr - 14 = 0
    => 2Cr - 12 = 0
    => Cr = +6

K₂Cr₂O₇ যৌগটিতে Cr এর জারণ সংখ্যা +6.

N₂O যৌগটিতে N এর জারণ সংখ্যা
  => 2N + (-2) = 0
  => 2N -2   = 0
  => 2N = +2
  => N  = +1.

N₂O যৌগটিতে N এর জারণ সংখ্যা +1.

Comments

  1. Replies
    1. NaOH আলাদা কিছু না
      NaOH যৌগটিতে Na এর জারণ সংখ্যা

      => Na + (-2) +(+1) = 0
      => Na - 2 + 1 = 0
      => Na -1 = 0
      => Na = +1

      Delete
    2. 2Fe(OH)3=Fe2 O3 nH2O কিভাবে হয়েছে বুঝতে পারছি না কেউ হেল্প করবেন

      Delete
  2. চার্জ নিরপেক্ষ পরমাণু বলতে কি বোঝায়?

    ReplyDelete
    Replies
    1. খাতি ধাতুকে বুঝায়

      Delete
    2. Total Proton = Total Electron

      Delete
  3. NH3 এর জারণ সংখ্যা কত?

    ReplyDelete
    Replies
    1. নিরপেক্ষ যৌগের জারণ সংখ্যা ০।

      Delete
  4. H2SO4এর জারণ সংখ্যা কত?
    Mg(NO3)এর জারণ সংখ্যা কত?
    All(SO4)3এর জারণ সংখ্যা কত?

    ReplyDelete
    Replies
    1. নিরপেক্ষ যৌগের জারণ সংখ্যা ০।

      Delete
  5. @chemistrydulal, apnar likha gula amar khub valo lage , apni ki pls রাসায়নিক বিক্রিয়া নিয়ে বিস্তারিত সব কিছু নিয়ে লিখতে পারবেন? Pls? Pls pls pls pls !

    ReplyDelete
  6. সাধারণত মৌলের জারন সংখ্যা যা হয়, কিন্তু বিক্রিয়ায় যৌগের মধ্যে মৌলসমূহের জারন সংখ্যা শুন্য হয় কেন?

    ReplyDelete
  7. আয়রনের এমন একটি যৌগের নাম লেখ যেখানে আয়রনের জারণ সংখ্যা +6

    ReplyDelete
  8. NH4+ এ N এর জারণ মান কত?

    ReplyDelete
    Replies
    1. N+(+1×4)=+1
      =>N+4=+1
      =>N=+1-4
      =>N=-3
      সুতরাং N এর জারণ মান -3.(Ans)

      Delete
    2. আচ্ছা, এইখানে = এর পরে +1 কেন হয়েছে?

      Delete
    3. জারণ সংখ্যা যোগ করলে আদান সংখ্যা সমান হবে।
      যেমন এখানে আছে.. NH4+
      আমরা N পেয়েছি -3.আর H +4.
      সুতরাং -3+4 = +1
      আর এখানে আদান প্লাস ওয়ান 😊

      Delete
  9. HCl এর কেন্দ্রীয় পরমাণুর জারন মান নির্ণয় কিভাবে??

    ReplyDelete
  10. Fe(OH)2 এ H জারণ কত

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।