Posts

Showing posts from August, 2023

বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত

  বয়েলের সূত্রঃ স্হির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের যেকোনো গ্যাসের আয়তন ঐ গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক।  অর্থাৎ স্হির তাপমাত্রায় গ্যাসের চাপ বৃদ্ধি করলে আয়তন হ্রাস পায়।  বয়েলের গাণিতিক সমীকরণ নিম্নরূপ-  P₁V₁ = P₂V₂ = K  -------(i) আমরা জানি,  গ্যাসের ঘনত্ব = (ভর / আয়তন)    d = (W / V ) বা, আয়তন = (ভর / ঘনত্ব).   V = (W / d ). এক্ষেত্রে গ্যাসের ভর (W) নির্দিষ্ট। তাই স্হির তাপমাত্রায় গ্যাসের আয়তন (V) পরিবর্তন করলে গ্যাসের ঘনত্ব (d) পরিবর্তিত হয়।  অতএব, V₁ = W / d₁ ,  এবং V₂ = W / d₂ (i) নং সমীকরণে V₁ ও V₂ এর মান বসাই, => (WP₁ / d₁) = (WP₂ / d₂ ) => ( P₁ / d₁ ) = (P₂ / d₂ ) => P / d = K => P = K d =>  P α d. অর্থাৎ স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের ঘনত্ব ঐ গ্যাসের উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক। এটি বয়েলের অনুসিদ্ধান্ত। 

ভ্যান্ডার ওয়ালস ধ্রুবক a ও b এর তাৎপর্য কি?

  ভ্যানডার ওয়ালস্ ধ্রুবক a এর তাৎপর্য - ১. ভ্যানডার ওয়ালস ধ্রুবক a কোন গ্যাসের আন্তঃআণবিক আকর্ষন শক্তির পরিমাপক। কোন গ্যাসের জন্য a এর মান যত বেশি হবে, ঐ গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি তত বেশি হবে। ২. কোন গ্যাসের আণবিক ভর যত বেশি ঐ গ্যাসের জন্য a এর মান তত বেশি হবে এবং গ্যাসকে তত সহজে তরল করা যায়।  ৩. a এর একক চাপ ও আয়তনের এককের উপর নির্ভরশীল। আয়তনকে লিটার ও চাপকে এটমোস্ফেয়ার এককে প্রকাশ করা যায় তবে a এর একক  হবে- atm. / (L. mol)². ভ্যানডার ওয়ালস ধ্রুবক b এর তাৎপর্য - ১. b হল ১ মোল কোন গ্যাসের অনুসমূহের নিজস্ব আয়তন।  ২. কোন গ্যাসের আকার বড় হলে b এর মান বড় হবে।  ৩. b এর একক আয়তনের এককের উপর নির্ভরশীল। আয়তনকে লিটারে প্রকাশ করলে b এর একক হবে L / mol.

সাবানের কাঁচামাল কি কি

  সাবান তৈরির জন্য ব্যবহৃত কাঁচামাল সমূহ নিম্নরূপঃ  ১. তেল ও চর্বি  ২. সোডিয়াম সিলিকেট  ৩. কস্টিক সোডা  ৪. সোডিয়াম বাই কার্বনেট  ৫. ট্রাই সোডিয়াম ফসফেট  ৬. রঞ্জক ও সুগন্ধি  ৭. সোডা অ্যাশ। 

সাবান ও ডিটারজেন্ট এর মধ্যে পার্থক্য কি?

  সাবান ও ডিটারজেন্ট এর মধ্যে পার্থক্য নিম্নরূপঃ  ১. সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি এসিডের  সোডিয়াম বা পটাশিয়াম লবন। অপরদিকে, ডিটারজেন্ট হচ্ছে উচ্চতর হাইড্রোকার্বনের সোডিয়াম বা পটাশিয়াম এর সালফেট লবণ। ২. সাবান খর পানিতে কাপড় পরিষ্কার করতে পারে না।  ডিটারজেন্ট খর পানিতে কাপড় পরিষ্কার করতে পারে।  ৩. সাবান পানিতে কম দ্রবণীয়।  কিন্তু ডিটারজেন্ট পানিতে বেশি দ্রবণীয়।   ৪. সাবানের পরিষ্কারক ক্ষমতা কম। কিন্তু ডিটারজেন্টের পরিস্কারক ক্ষমতা বেশি।

BOD ও COD এর মধ্যে পার্থক্য কি?

  BOD ও COD এর মধ্যে পার্থক্য নিম্নরূপঃ   ১. BOD প্রক্রিয়ার মাধ্যমে কেবলমাত্র জৈব ভাঙ্গন যুক্ত পদার্থসমূহ জারিত হয়।  COD প্রক্রিয়ার মাধ্যমে জারনযোগ্য সকল প্রকার জৈব ও অজৈব পদার্থ জারিত হয়।  ২. BOD তে অনুজীব দ্বারা জারন প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়। COD রাসায়নিক জারক দ্বারা জারন প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়।  ৩. BOD কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া। COD দ্রুত ও সহজতর প্রক্রিয়া।     ৪. BOD প্রাণ রাসায়নিক প্রক্রিয়া। COD রাসায়নিক প্রক্রিয়া। 

মিশ্র বা যৌগিক অক্সাইড কি?

  মিশ্র বা যৌগিক অক্সাইডঃ যে সকল অক্সাইডে একই মৌলের দুটি ভিন্ন জারণ সংখ্যার অক্সাইড এর মিশ্রণ বা যৌগ রূপে আচরণ করে। তাদেরকে মিশ্র বা যৌগিক অক্সাইড বলে।  যেমন- Fe₃O₄ ; Pb₃O₄ ; Mn₃O₄ ইত্যাদি।  ফেরোসোফেরিক অক্সাইড , ফেরাস অক্সাইড ও ফেরিক অক্সাইড এর মিশ্রণ। (Fe₃O₄ = FeO + Fe₂O₃) ,  ( Pb₃O₄ = PbO + Pb₂O₃) ,  ( Mn₃O₄ = MnO + Mn₂O₃ ).

সুপার অক্সাইড কি?

  সুপার অক্সাইডঃ যে সকল অক্সাইডে পার-অক্সাইড ও পলি-অক্সাইডের চেয়ে বেশি পরিমাণে অক্সিজেন থাকে তাদেরকে সুপার অক্সাইড বলে।  যেমন-  K₂O ; Na₂O. পর্যায় সারণির গ্রুপ-১ এর অতি সক্রিয় ধাতু সুপার অক্সাইড গঠন করে।  

সাব অক্সাইড কি?

সাব অক্সাইডঃ যে সকল অক্সাইডে অক্সিজেনের পরিমাণ স্বাভাবিক অক্সাইড এর চেয়ে কম থাকে তাদেরকে সাব অক্সাইড বলে।  যেমন- Pb₂O  ইত্যাদি। 

পলি অক্সাইড কি?

  যে সকল অক্সাইডে অক্সিজেনের পরিমাণ ওদের স্বাভাবিক অক্সাইড অপেক্ষা বেশি, কিন্তু শীতল লঘু এসিডের সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন পার অক্সাইড (H₂O₂) উৎপন্ন করে না। তাদেরকে পলি অক্সাইড বলে।  যেমন- MnO₂ ; PbO₂  ইত্যাদি।  MnO₂ + 4HCl ----> MnCl₂ + Cl₂ + 2H₂O 2PbO₂ + 4HCl ----> 2PbCl₂ + O₂ + 2H₂O .

পার অক্সাইড কি?

  যেসব অক্সাইডে সাধারণ অক্সাইডের থেকে বেশি পরিমাণ অক্সিজেন পরমাণু যুক্ত থাকে এবং শীতল লঘু এসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন পার অক্সাইড (H₂O₂) উৎপন্ন করে, সে সকল অক্সাইডকে পার-অক্সাইড বলে।   যেমন - Na₂O₂ ; K₂O₂ ; BaO₂ ; H₂O₂ ইত্যাদি।  Na₂O₂ + 2HCl ----> H₂O₂ + 2NaCl K₂O₂ + 2HCl ----> H₂O₂ + 2KCl BaO₂ + 2HCl ----> H₂O₂ + BaCl₂

নিরপেক্ষ বা প্রশম অক্সাইড কি?

  নিরপেক্ষ অক্সাইডঃ যে সকল অধাতব অক্সাইড এসিড বা ক্ষারক কোনোটির সাথে বিক্রিয়া করে না অর্থাৎ এসিড বা ক্ষারীয় কোন ধর্ম প্রদর্শন করে না তাদেরকে নিরপেক্ষ বা প্রশমন অক্সাইড বলে।  যেমন- CO ; N₂O ; NO ; H₂O ইত্যাদি। 

উভধর্মী অক্সাইড কি?

  যে সকল অক্সাইড এসিড ও ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাদেরকে উভধর্মী অক্সাইড বলে। BeO ; Al₂O₃ ; ZnO ; SnO₂ ; PbO ; V₂O₅ ইত্যাদি উভধর্মী অক্সাইড। BeO +2HCl ----> BeCl₂ + H₂O 2BeO + 4NaOH ----> 2Na₂BeO₂ + 2H₂O ZnO + 2HCl ----> ZnCl₂ + H₂O ZnO + 2NaOH ----> Na₂ZnO₂ + H₂O.

অক্সাইড কত প্রকার?

  অক্সাইডের প্রকারভেদঃ রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে অক্সাইডকে নয় ভাগে ভাগ করা যায়। যেমন- ১. অম্লীয় অক্সাইড  ২. ক্ষারীয় অক্সাইড  ৩. উভধর্মী অক্সাইড  ৪. নিরপেক্ষ অক্সাইড  ৫. পার অক্সাইড  ৬. সুপার অক্সাইড  ৭. পলি অক্সাইড  ৮. সাব অক্সাইড  ৯. মিশ্র অক্সাইড। 

অক্সাইড কাকে বলে।

  অক্সাইডঃ   অক্সিজেন ও অপর যেকোনো একটা মৌল দ্বারা গঠিত  যৌগকে অক্সাইড বলে।  যেমন Na₂O ; MgO ; ZnO ; CO₂ ইত্যাদি।  4Na + O₂ ----> 2Na₂O C + O₂ -----> CO₂ CaCO₃ -----> CaO + CO₂

নাইট্রাস এসিডের (HNO₂) জারণ ও বিজারণ ধর্ম

  নাইট্রাস এসিড (HNO₂) জারন ও  বিজারণ উভয়-ধর্ম প্রদর্শন করে।  জারন ধর্মঃ নাইট্রাস এসিড আয়োডিন লবণকে (KI) জারিত করে মুক্ত আয়োডিন (I₂) উৎপন্ন করে।  2HNO₂ + 2KI -----> I₂ + 2KOH + 2NO বিজারণ ধর্মঃ নাইট্রাস এসিডের জলীয় দ্রবণ হ্যালোজেন যেমন- ব্রোমিনকে (Br₂) বিজারিত করে হাইড্রোজেন ব্রোমাইড (HBr) উৎপন্ন করে।  HNO₂ + Br₂ + H₂O ----> 2HBr + HNO₃

NO এর জারন ধর্ম।

  NO এর জারন ধর্ম নিম্নরূপঃ   NO অধাতু যেমন - ফসফরাসকে জারিত করে P₂O₅ ও নাইট্রোজেন গ্যাস (N₂) উৎপন্ন করে।  4P + 10NO ----> 2P₂O₅ + 5N₂ আবার, কার্বনকে জারিত করে CO₂ ও নাইট্রোজেন গ্যাস (N₂) উৎপন্ন করে।  C + 2NO -----> CO₂ + N₂ NO ধাতুসমূহকে জারিত করে, যেমন-ম্যাগনেসিয়াম(Mg) কে জারিত করে ম্যাগনেসিয়াম অক্সাইড (MgO) ও নাইট্রোজেন গ্যাস (N₂) উৎপন্ন করে।  2Mg + 2NO ----> 2MgO + N₂ আবার, কপারকে (Cu) জারিত করে কপার অক্সাইড ( CuO) এবং নাইট্রোজেন গ্যাস (N₂) উৎপন্ন করে।  2Cu + 2NO -----> 2CuO + N₂

NO এর বিজারণ ধর্ম।

  NO এর বিজারণ ধর্মঃ   আয়োডিনের লঘু জলীয় দ্রবণ দ্বারা NO জারিত হয়ে HNO₃ উৎপন্ন করে এবং আয়োডিন বিজারিত হয়ে HI গঠন করে।  3I₂ + 2NO + 4H₂O -----> 2HNO₃ + HI

নাইট্রোজেনের অক্সি এসিড সমূহের নাম।

  নাইট্রোজেনের অক্সি এসিড সমূহঃ    নাইট্রোজেনের তিনটি অক্সি এসিড আছে।  ১. হাইপোনাইট্রাস এসিড (H₂N₂O₂)  ২. নাইট্রাস এসিড (HNO₂).  ৩. নাইট্রিক অ্যাসিড (HNO₃). অক্সি এসিড সমূহে নাইট্রোজেনের জারন সংখ্যাঃ   (H₂N₂O₂) হাইপোনাইট্রাস এসিডে নাইট্রোজেনের জারণ সংখ্যা +1.  (HNO₂) নাইট্রাস এসিডে  নাইট্রোজেনের জারণ সংখ্যা +3. (HNO₃) নাইট্রিক এসিডে  নাইট্রোজেনের জারণ সংখ্যা +5. 

NO₂ এর অম্ল ধর্ম।

  NO₂ অম্ল ধর্মঃ NO₂ শীতল পানিতে দ্রবীভূত হয়ে HNO₃ ও HNO₂ উৎপন্ন করে।  2NO₂ + H₂O ----> HNO₃ + HNO₂ HNO₃ ও HNO₂ এসিড পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন আয়ন (H+) তৈরি করে। এই হাইড্রোজেন আয়ন লাল লিটমাসকে নীল লিটমাসে পরিণত করে।  HNO₃(aq) -----> H+(aq)  + NO₃-(aq) HNO₂(aq) -----> H+(aq)  + NO₂-(aq) H+(aq) +  লাল লিটমাস ----> নীল লিটমাস এছাড়া HNO₃ ও HNO₂ ক্ষারের সাথে বিক্রিয়া করে লবন ও পানি উৎপন্ন করে।  NaOH+HNO₃ ----> NaNO₃ + H₂O NaOH+HNO₂ ----> NaNO₂ + H₂O এজন্য NO₂ এর অম্ল ধর্ম বিদ্যমান। 

NO₂ এর জারণ-বিজারণ ধর্ম।

  NO₂ জারন ধর্মঃ  NO₂ কপার, লোহিত তপ্ত লোহা ইত্যাদিকে জারিত করে তাদের অক্সাইডে রূপান্তর করে।  4Cu + 2NO₂ -----> 4CuO + N₂ 8Fe + 6NO₂ -----> 4Fe₂O₃ + 3N₂ NO₂ বিজারণ ধর্মঃ NO₂ গ্যাস অম্লীয় KMnO₄ দ্রবণকে বিজারিত করে KMnO₄ এর গোলাপি বর্ণকে বিবর্ণ করে।  2KMnO₄ + 3H₂SO₄ + 10 NO₂ ----> K₂SO₄ +2MnSO₄ + 10HNO₃ +3H₂O.

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।