ধুমপান কি?

ধুমপান কি?



শুকনো তামাক পাতা থেকে উৎপন্ন বিড়ি, সিগারেট, চুরুট ইত্যাদিকে পুড়িয়ে তার ধোঁয়া ও বাষ্প সেবনকে ধুমপান বলে।

ধূমপান মানবদেহের জন্য ক্ষতিকর। ধূমপানের কারণে সৃষ্ট ক্ষতি গুলো হচ্ছে-

 ১. ধূমপায়ীরা দ্রুত রোগে আক্রান্ত হয়।

২.  ধূমপানের ফলে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়। 
যেমন: ফুসফুস ক্যান্সার, গলা, ঠোট, মুখ ও মূত্রথলির ক্যান্সার, ব্রংকাইটিস এবং হৃদযন্ত্রের বিভিন্ন রোগ হতে পারে।

৩. অতিরিক্ত ধুমপানের কারনে মানুষের আয়ু কমে যায়।
অতিরিক্ত চিন্তা লাঘবের জন্য, বন্ধু-বান্ধবের সঙ্গে বা দেহকে কর্মক্ষম রাখতে মানুষ ধূমপান করে থাকে। এটি সবচেয়ে সস্তা এবং হাতের নাগালে পাওয়া যায় বলে ধূমপানের প্রতি মানুষের আসক্তি বেশি।

Comments

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।