গুণানুপাত সূত্র কি?
গুণানুপাত সূত্র কি?
যদি দুটি মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে একাধিক যৌগ উৎপন্ন করে তবে এসব যৌগের যেকোনো একটি মৌলের একটি নির্দিষ্ট ভরের সাথে অপর মৌলের যে বিভিন্ন ভরসমুহ পৃথকভাবে যুক্ত হয়, সেই ভরগুলো পরস্পরের সাথে একটি সরল অনুপাত বজায় রাখে।
যেমন : 1 : 2 ; 2:3 ইত্যাদি।
যেমন : 1 : 2 ; 2:3 ইত্যাদি।
Comments
Post a Comment