ক্রোমোজোম কি?

ক্রোমোজোম কি?



জীবের বংশগতির বৈশিষ্ট্যের ধারক ও বাহককে ক্রোমোজোম বলে।
মানুষের দেহে 23 জোড়া ক্রোমোজোম থাকে। এর মধ্যে 22 জোড়া অটোজোম এবং একজোড়া সেক্স ক্রোমোজোম। অটোজোম গুলি শরীরবৃত্তীয় গঠন নিয়ন্ত্রণ করে। প্রতিটি ক্রোমোজোমের ক্ষুদ্র একক হল জিন। জিনের রাসায়নিক গঠন উপাদান হলো DNA.  জিনের মাধ্যমে বাবা-মা থেকে বৈশিষ্ট্য সন্তানদের মধ্যে পরিবাহিত হয়। তাই ক্রোমোজোমকে বংশগতির ধারক ও বাহক বলা হয়।

সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোমকে 'X' ও 'Y' দ্বারা প্রকাশ করা হয়। স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম জোড়া 'XX'এবং পুরুষের লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম জোড়া 'XY'। 'X' ক্রোমোজোম স্ত্রীলোকের বৈশিষ্ট্য বহন করে এবং 'Y' ক্রোমোজোম পুরুষের বৈশিষ্ট্য বহন করে। স্ত্রীলোকের 'X' ক্রোমোজোমের সঙ্গে পুরুষের 'X' ক্রোমোজোম মিলিত হলে মেয়ে সন্তান জন্ম লাভ করে আবার স্ত্রীলোকের 'X' ক্রোমোজোমের সঙ্গে পুরুষের 'Y' ক্রোমোজোম মিলিত হলে ছেলে সন্তান জন্ম লাভ করে। 
অর্থাৎ ছেলে বা মেয়ে সন্তান জন্মদানের ক্ষেত্রে সকল ভূমিকা বাবার।

Comments

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।