ডেনিয়েল কোষ ও ড্রাইসেলের মধ্যে পার্থক্য কি?
ডেনিয়েল কোষ ও ড্রাইসেলের মধ্যে পার্থক্য কি?
ডেনিয়েল কোষ ও ড্রাইসেলের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ
১. ডেনিয়েল কোষ গঠনে তরল তড়িৎ বিশ্লেষ্য দ্রব্য উপস্থিত থাকে।
কিন্তু ড্রাইসেল গঠনে তরল তড়িৎ বিশ্লেষ্য দ্রব্য অনুপস্থিত থাকে।
২. ডেনিয়েল কোষে জিংক দন্ড অ্যানোড ও কপার দণ্ড ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়।
ড্রাইসেলে জিংকের পাত অ্যানোড হিসেবে ও MnO₂ এর আবরণযুক্ত কার্বন দন্ডকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়।
৩. ডেনিয়েল কোষে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ZnSO₄ ও CuSO₄ এর দ্রবণ ব্যবহার করা হয়।
ড্রাইসেলে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে অ্যামোনিয়াম ক্লোরাইড(NH₄Cl) ও জিংক ক্লোরাইড(ZnCl₂) ব্যবহৃত হয়।
Comments
Post a Comment