প্রশমন বিক্রিয়া রেডক্স বিক্রিয়া নয় কেন?
প্রশমন বিক্রিয়া রেডক্স বিক্রিয়া নয় কেন?
এসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করাকে প্রশমন বিক্রিয়া বলে।
আবার ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বিক্রিয়া সংঘটিত হয় তাকে রেডক্স বিক্রিয়া বলে।
আবার ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বিক্রিয়া সংঘটিত হয় তাকে রেডক্স বিক্রিয়া বলে।
প্রশমন বিক্রিয়া রেডক্স বিক্রিয়া নয়। কারণ প্রশমন বিক্রিয়ায় ইলেকট্রনের আদান-প্রদান হয় না।
অর্থাৎ বিক্রিয়ক অয়ন ও উৎপাদ আয়নের মধ্যে ইলেকট্রনের আদান-প্রদান হয় না। এজন্য প্রশমন বিক্রিয়া রেডক্স বিক্রিয়া নয়।
ReplyDeleteভালো
ভালো
ReplyDeleteHelpful for students... 🖤
ReplyDeleteভাল
ReplyDelete