লোহিত রক্তকণিকা কি?

লোহিত রক্তকণিকা কি?



দ্বি - অবতল, চাকতি আকৃতির এবং লাল বর্ণের কণিকাকে লোহিত রক্তকণিকা বলে।

একে RBC বা Red Blood Cell বলে। লোহিত রক্ত কণিকার আয়ু 120 দিন। লোহিত রক্ত কণিকা প্লীহাতে সঞ্চিত থাকে। লোহিত রক্ত কণিকা দেহের অস্থি মজ্জায় তৈরি হয়। বিভিন্ন বয়সের মানবদেহে প্রতি ঘন মিলিলিটার রক্তে লোহিত কণিকার সংখ্যা হচ্ছে- ভ্রণ দেহে 80 থেকে 90 লাখ, শিশুদের দেহে 60 থেকে 70 লাখ, পূর্ণবয়স্ক পুরুষ দেহে 4.5 থেকে 5.5 লাখ এবং পূর্ণ বয়স্ক নারীর দেহে 4 থেকে 5 লাখ।
লোহিত রক্তকণিকা আমাদের দেহে অক্সিজেন পরিবহন করে, রক্তে অম্ল ও ক্ষারের সমতা বজায় রাখে, ফুসফুস থেকে অক্সিজেন কোষের কাছে পৌঁছে দেয়, কার্বন-ডাই-অক্সাইডকে কোষ থেকে নির্গমনের জন্য ফুসফুসে পৌঁছে দেয়।

Comments

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।