সৌন্দর্য রক্ষায় pH এর ভূমিকা কি?
সৌন্দর্য রক্ষায় pH এর ভূমিকা কি?
সৌন্দর্য রক্ষায় pH এর ভূমিকা অপরিসীম। দেহত্বকের জন্য আদর্শ pH মান 5.5। ত্বকের pH 5.5 থেকে 6.5 এর মধ্যে থাকলে ত্বক মসৃণ এবং উজ্জ্বল হয়। এ অবস্থায় ত্বক এলার্জি, ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধ করতে পারে। ত্বকের pH মান আদর্শ সীমার চেয়ে বেশি বা কম হলে ত্বকের কোমলতা ও সৌন্দর্য নষ্ট হয়। চুলের জন্য আদর্শ pH 4 থেকে 6 এর মধ্যে হলে চুলের কিউটিকল গুলো মসৃণ থাকে এবং চুল উজ্জ্বল দেখায় । চুলের pH 6 থেকে বেশি হলে কিউটিকল গুলো নষ্ট হয়ে চুল মসৃণতা হারিয়ে ফেলে এবং উজ্জ্বল দেখায় না।
Comments
Post a Comment