Posts

Showing posts from December, 2019

অ্যালকিন কে অলিফিনস বলা হয় কেন?

অ্যালকিন কে অলিফিনস বলা হয় কেন? অ্যালকিন হচ্ছে অসম্পৃক্ত দ্বিবন্ধন যুক্ত হাইড্রোকার্বন। এই বন্ধনদ্বয়ের একটি শক্তিশালী সিগমা বন্ধন এবং অপরটি দুর্বল পাই বন্ধন। এই দুর্বল পাই বন্ধন ভেঙ্গে এরা সহজেই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে।  অর্থাৎ এরা রাসায়নিকভাবে অত্যন্ত সক্রিয় । তাই এরা বিশেষ রাসায়নিক বৈশিষ্ট্যের বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে ।  এজন্য অ্যালকিন কে অলিফিনস বলা হয়।

সিমেন্ট জমাট বাধায় জিপসামের ভূমিকা কি?

সিমেন্ট জমাট বাঁধায় জিপসামের ভূমিকা কি? সিমেন্টের উপাদান ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট (3  CaO.Al₂O₃) সিমেন্ট দ্রুত জমাট বাঁধাতে সাহায্য করে এবং দ্রুত জমাট বাঁধা অংশ পরে ফেটে যায়।  কিন্তু জিপসাম (CaSO₄. 2H₂O) ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেটের সাথে অদ্রবণীয় ক্যালসিয়াম সালফো অ্যালুমিনেট তৈরি করে।  ফলে সিমেন্টের দ্রুত জমাট বাঁধা প্রক্রিয়াটি ধীরে চলে।উৎ‍পন্ন পদার্থের দৃঢ়তা শক্তি বেড়ে যায়, ফটে যায় না।, 3CaO.Al₂O₃ +3(CaSO₄.2H₂O)+2H₂O -----> 3CaO.Al₂O₃. 3CaSO₄.2H₂O +6H₂O

ধাতু পূণঃপ্রক্রিয়াজাতকরণ কি?

ধাতু পূণঃ প্রক্রিয়াজাতকরণ কি? পৃথিবীতে প্রাকৃতিক মৌলিক পদার্থ ধাতুর পরিমাণ অদৃষ্ট। কোন ধাতুর তৈরি জিনিস ব্যবহারের পর সেটা ফেলে না দিয়ে, সেটাকে সংগ্রহ করে ওয়েদার তৈরীর কারখানায় সেগুলো পাঠিয়ে দেওয়া হয়। ওই পরিত্যক্ত বর্জ্য থেকে ব্যবহার উপযোগী ধাতু তৈরি করা হয়। পরিত্যক্ত ধাতু থেকে আবার ব্যবহার উপযোগী ধাতুতে পরিণত করার পদ্ধতিকে ধাতু পূূণঃপ্রক্রিয়াজাতকরণ বলে।  যেমন পরিত্যক্ত অ্যালুমিনিয়ামের হাড়ি পাতিলকে অ্যালুমিনিয়াম তৈরীর কারখানায় প্রেরণ করে অ্যালুমিনিয়াম ধাতু পূণঃ প্রক্রিয়াজাতকরণ করা হয়।  পরিত্যক্ত লোহাকে লোহা তৈরির কারখানায় প্রেরণ করে লোহা ধাতু পূণঃপ্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বিশুদ্ধ লোহা তৈরি করা হয়। আবার প্লাস্টিক ব্যবহারের পর ফেলে দিলে পরিবেশের ক্ষতি করে।  কিন্তু এই প্লাস্টিক গুলোকে যদি পরিবেশে না ফেলে এদের পূণঃপ্রক্রিয়াজাতকরণ করা হয় তবে প্লাস্টিক হতে পরিবেশ দূষণ রক্ষা পাবে।

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।