থ্যালাসিমিয়া কি?
থ্যালাসিমিয়া কি?
মানবদেহে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে রক্তশূন্যতা সৃষ্টি হলে তাকে থালাসিমিয়া বলে।
থ্যালাসেমিয়া এক ধরনের বংশগত রোগ। এ রোগে আক্রান্ত ব্যাক্তির লোহিত রক্ত কণিকা ভেঙ্গে গিয়ে রক্তশূন্যতার সৃষ্টি হয়। থ্যালাসিমিয়া মানুষের অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনের দ্বারা ঘটে। যখন মাতা ও পিতা উভয়ের অটোজমে এই জিন প্রচ্ছন্ন অবস্থায় থাকে, তখন তাদের সন্তানদের মধ্যে প্রচ্ছন্ন জিন দুটি একত্রিত হয়ে থালাসেমিয়া রোগের সৃষ্টি হয়। শিশু অবস্থায় এ রোগের প্রকাশ ঘটে।
থ্যালাসেমিয়া এক ধরনের বংশগত রোগ। এ রোগে আক্রান্ত ব্যাক্তির লোহিত রক্ত কণিকা ভেঙ্গে গিয়ে রক্তশূন্যতার সৃষ্টি হয়। থ্যালাসিমিয়া মানুষের অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনের দ্বারা ঘটে। যখন মাতা ও পিতা উভয়ের অটোজমে এই জিন প্রচ্ছন্ন অবস্থায় থাকে, তখন তাদের সন্তানদের মধ্যে প্রচ্ছন্ন জিন দুটি একত্রিত হয়ে থালাসেমিয়া রোগের সৃষ্টি হয়। শিশু অবস্থায় এ রোগের প্রকাশ ঘটে।
Comments
Post a Comment