অধিক সক্রিয় ধাতু তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় নিষ্কাশন করা হয় কেন?
অধিক সক্রিয় ধাতু তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় নিষ্কাশন করা হয় কেন?
ধাতু বিজারক ধর্ম প্রদর্শন করে। কার্বনের তুলনায় ধাতুসমূহ অধিক শক্তিশালী বিজারক। তাই এদের অক্সাইডকে কার্বন বিজারণ পদ্ধতিতে মুক্ত ধাতুতে রূপান্তর করা যায় না। অপরদিকে অধিক সক্রিয় ধাতুর লবণের দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে সহজে মুক্ত ধাতু পাওয়া যায়। এজন্য অধিক সক্রিয় ধাতু নিষ্কাশন তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে করা হয়।
Comments
Post a Comment