উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন কি?

উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন কি?


 
শরীর ও মনের স্বাভাবিক অবস্থায় রক্তচাপ বয়সের জন্য নির্ধারিত মাত্রার উপরে অবস্থান করতে থাকলে তাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলে।
 
মানব শরীরের সিস্টোলিক রক্তচাপ যদি 160 মিলিমিটার পারদ স্তম্ভ বা তার বেশি এবং ডায়াস্টোলিক রক্তচাপ 95 মিলিমিটার পারদ স্তম্ভ বা তার বেশি থাকে তখন উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন হয়ে থাকে।
হাইপারটেনশনের ফলে মানব দেহে অনেক জটিলতা দেখা যায়।
 
যেমন : স্ট্রোক, প্যারালাইসিস, হৃদপিন্ড বড় হয়ে যাওয়া, হার্ট অ্যাটাক, বৃক্কের কর্মক্ষমতা কমে যাওয়া, দৃষ্টিশক্তি হ্রাস পাওয়া ইত্যাদি।
 হাইপার টেনশন থেকে সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম করা, পর্যাপ্ত পরিমাণ ঘুমানো, অতিরিক্ত চিন্তা না করা, শাকসবজি ফলমূল বেশি করে খাওয়া, সব সময় হাসিখুশি থাকা, দেহের ওজন বৃদ্ধি না করা,  চর্বিযুক্ত খাদ্য বর্জন করা,  খাবারের সাথে  অতিরিক্ত লবণ  বর্জন করা,  ধূমপান থেকে বিরত থাকলে হাইপারটেনশন থেকে মুক্ত থাকা যায়।

Comments

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।