বডি মাস ইন্ডেক্স বা বিএমআই কি?

বডি মাস ইন্ডেক্স বা বিএমআই কি?



BMI এর পূর্ণরূপ Body Mass Index.
দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচককে বডি মাস ইন্ডেক্স বা বিএমআই বলে।
দেহের ওজনকে উচ্চতার বর্গ দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তা BMI বা বডি মাস ইন্ডেক্স।
BMI = দেহের ওজন (কেজি) / {দেহের উচ্চতা (মিটার)}²

যেমনঃ একজন ব্যক্তির ওজন 65 কেজি এবং উচ্চতা 1.75 মিটার হলে ওই ব্যক্তি বিএমআই =
BMI = 65 ÷ (1.75)² = 21.24

Comments

Post a Comment

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।