[ ] শিরা ও ধমনীর মধ্যে পার্থক্য কি?
শিরা ও ধমনীর মধ্যে পার্থক্য কি?
শিরা ও ধমনীর পার্থক্য নিম্নরূপ :
১. শিরা দেহের বিভিন্ন অঙ্গ থেকে উৎপত্তি হয়ে হূদযন্ত্রের দিকে প্রবাহিত হয়।
অপরদিকে ধমনী হৃদপিণ্ড থেকে উৎপন্ন হয় দেহের বিভিন্ন অঙ্গের দিকে প্রবাহিত হয়।
২. শিরার প্রাচীর পাতলা, কিন্তু ধমনীর প্রাচীর পুরু।
৩. শিরায় কপাটিকা আছে, কিন্তু ধমনীতে কপাটিকা নেই।
৪. শিরার মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে হৃদপিন্ডে পরিবাহিত হয়।
২. শিরার প্রাচীর পাতলা, কিন্তু ধমনীর প্রাচীর পুরু।
৩. শিরায় কপাটিকা আছে, কিন্তু ধমনীতে কপাটিকা নেই।
৪. শিরার মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে হৃদপিন্ডে পরিবাহিত হয়।
অপরদিকে হৃদপিণ্ড থেকে রক্ত ধমনীর মধ্যে দিয়ে দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয়।
৫. শিরার উৎপত্তিস্থল কোষ জালিকাতে এবং মিলনস্থল হৃদপিন্ডে।
৫. শিরার উৎপত্তিস্থল কোষ জালিকাতে এবং মিলনস্থল হৃদপিন্ডে।
কিন্তু ধমনীর উৎপত্তিস্থল হৃদপিন্ডে এবং মিলনস্থল কোষ জালিকায়।
Motamoti valo
ReplyDeleteভালা না😗😗😗
DeleteKi
DeleteThanks
ReplyDeleteHelpful man👍👍
ReplyDeleteHelpful
ReplyDeleteধন্যবাদ
ReplyDeleteধন্যবাদ
Deletenice difference
ReplyDelete👍👍👍
ReplyDelete