[ ] শিরা ও ধমনীর মধ্যে পার্থক্য কি?

শিরা ও ধমনীর মধ্যে পার্থক্য কি?



শিরা ও ধমনীর পার্থক্য নিম্নরূপ :

১. শিরা দেহের বিভিন্ন অঙ্গ থেকে উৎপত্তি হয়ে হূদযন্ত্রের দিকে প্রবাহিত হয়।

অপরদিকে ধমনী হৃদপিণ্ড থেকে উৎপন্ন হয় দেহের বিভিন্ন অঙ্গের দিকে প্রবাহিত হয়।

২. শিরার প্রাচীর পাতলা, কিন্তু ধমনীর প্রাচীর পুরু।

৩. শিরায় কপাটিকা আছে, কিন্তু ধমনীতে কপাটিকা নেই।

৪. শিরার মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে হৃদপিন্ডে পরিবাহিত হয়। 
অপরদিকে হৃদপিণ্ড থেকে রক্ত ধমনীর মধ্যে দিয়ে দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয়।

৫. শিরার উৎপত্তিস্থল কোষ জালিকাতে এবং মিলনস্থল হৃদপিন্ডে। 
কিন্তু ধমনীর উৎপত্তিস্থল হৃদপিন্ডে এবং মিলনস্থল কোষ জালিকায়।

Comments

Post a Comment

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।