প্রয়োজনীয় পানি গ্রহণ না করার ক্ষতিকর দিক কি?

প্রয়োজনীয় পানি গ্রহণ না করার ক্ষতিকর দিক কি?


 
আমাদের শরীরের 70 ভাগ পানি। পানি আমাদের শরীরে বিপাকীয় কাজ করে। এছাড়া পানি আমাদের শরীরে বিভিন্ন ক্রিয়াকর্ম ঘটাতে সাহায্য করে। 
পরিমাণ মত পানি পান না করলে বিভিন্ন সমস্যা দেখা দেয়।

১. পর্যাপ্ত পানি পান না করলে পানির ভারসাম্য নিয়ন্ত্রণ ব্যাহত হয়।

২. পরিপাক ক্রিয়ার ব্যাঘাত ঘটে।

৩. বৃক্কের রেচন পদার্থ নিষ্কাশন বিঘ্নিত হয়।

৪. ক্ষুধামন্দা সৃষ্টি হয়।

৫. দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকেনা।

৬. রক্ত সংবহন বিঘ্নিত হয়, অম্ল ক্ষারের সমতা নষ্ট হয় ও এসিডিটির সৃষ্টি হয়।

Comments

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।