সুনামি (Tsunami) কি?

সুনামি (Tsunami)  কি?



Tsunami সুনামি জাপানি শব্দ। 'সু' অর্থ বন্দর এবং 'নামি' অর্থ ঢেউ। সুতরাং সুনামির অর্থ হল বন্দরের ঢেউ।

সমুদ্র তলদেশে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ভূমিধস ইত্যাদি কারণে সুনামির সৃষ্টি হতে পারে। সাগর বা মহাসাগরের তলদেশে প্লেট গুলির মধ্যে সংঘর্ষের কারণে ভূমিকম্পের সৃষ্টি হয়। আর এই ভূমিকম্পের ফলে সমুদ্রের অভ্যন্তরে বিশাল ঢেউয়ের সৃষ্টি হয়। এই ঢেউ যত বেশি তীরের দিকে যায় এটি আরও দীর্ঘ ও ভয়ঙ্কর রূপ নেয়। এই ঢেউয়ের গতিবেগ ঘন্টায় 500 থেকে 800 মাইল হতে পারে। সুনামিকে পৃথিবীর তৃতীয় প্রাকৃতিক দুর্যোগে আখ্যায়িত করা হয়। খোলা সমুদ্রের ঢেউয়ের উচ্চতা 3 ফুট হতে পারে। কিন্তু ঢেউ যত তীরের দিকে যায় শক্তি সঞ্চয় করে উচ্চতা বাড়তে থাকে। 2004 সাল 26 ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছাকাছি ভারত মহাসাগরের সুনামি সৃষ্টি হয়েছিল। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। 1976 সালের 2 এপ্রিল বঙ্গোপসাগরেও সুনামির সৃষ্টি হয়েছিল।

Comments

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।