জীবন্ত জীবাশ্ম কি?
জীবন্ত জীবাশ্ম কি?
কতগুলো জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করে কোন রকম পরিবর্তন ছাড়াই এখনো পৃথিবীতে বেঁচে আছে। অথচ তাদের সমগোত্রীয় এবং সমসাময়িক জীবের বিলুপ্তি ঘটেছে। এসব জীবদের জীবন্ত জীবাশ্ম বলে।
যেমন : রাজকাঁকড়া, প্লাটিপ্লাস, স্ফোনোডন ইত্যাদি প্রাণী এবং ইকুইজিটাম, গিঙ্কোবাইলোবা, নিটাম উদ্ভিদগুলো জীবন্ত জীবাশ্মের উদাহরণ।
অনেক সুন্দার
ReplyDelete