ইনভিট্রো ফার্টিলাইজেশন কি?

ইনভিট্রো ফার্টিলাইজেশন কি?



জীবদেহে বাহিরে ডিম্বাণু ও শুক্রাণুর মিলন ঘটিয়ে প্রথমিক ভ্রুণ সৃষ্টি করাকে ইনভিট্রো ফার্টিলাইজেশন বলে।

 এ পদ্ধতিতে কৃত্রিম উপায়ে স্ত্রীলোকের জরায়ুর বাহিরে ডিম্বাণু ও শুক্রাণুর মিলনের মাধ্যমে প্রাথমিক ভ্রুণ তৈরি করা হয়। পরবর্তীতে এই ভ্রুণ স্ত্রীলোকের জরায়ুতে প্রতিস্থাপন করার মাধ্যমে শিশুর জন্ম দেয়া হয়।
 পর্যায়ক্রমে কতগুলো পদ্ধতি অনুসরণ করে ইনভিট্রো ফার্টিলাইজেশন ঘটিয়ে শিশুর জন্ম দেওয়া হয়। 

এটি চার ধাপে করা হয়।

১. সক্ষম দম্পতি হতে ডিম্বাণু ও শুক্রাণু সংগ্রহ করে বিশেষ পদ্ধতির মাধ্যমে এদের মিলন ঘটানো হয়।

২.  এর মাধ্যমে প্রাথমিক ভ্রুণ উৎপাদন হয়।

৩. উৎপাদিত ভ্রুণকে স্ত্রীর জরায়ুতে প্রতিস্থাপন করা হয়।

৪. প্রসূতির পরিচর্যা ও সন্তান লাভ।

যেসব দম্পতি স্বাভাবিক সন্তান লাভে ব্যর্থ তারা ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতি ব্যবহার করে সন্তান জন্ম দিতে পারে।

Comments

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।