অনুচক্রিকা বা থ্রম্বোসাইট কি?

অনুচক্রিকা বা থ্রম্বোসাইট কি?



রক্তের যে কণিকা রক্ত সঞ্চালন করতে সাহায্য করে তাকে অনুচক্রিকা বলে।

একে Platelet বলে। অনুচক্রিকা দেখতে গোলাকার, ডিম্বাকার অথবা রড আকারের মত হতে পারে। এদের সাইটোপ্লাজম দানাদার এবং সাইটোপ্লাজমে কোষ অঙ্গাণু মাইট্রোকন্ডিয়া, গলগি বস্তু থাকে। কিন্তু নিউক্লিয়াস থাকে না। অনুচক্রিকার গড় আয়ু 5 থেকে 10 দিন। পূর্ণবয়স্ক মানবদেহে প্রতি ঘনমিলিমিটার রক্তে অনুচক্রিকার সংখ্যা প্রায় আড়াই লাখ। অনুচক্রিকা হালকা হলুদ বর্ণের হয়ে থাকে। দেহের কোন অংশ কেটে গেলে অনুচক্রিকা সেই কাটা অংশে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ক্ষতস্থানে অণুচক্রিকাগুলো ভেঙ্গে গিয়ে থ্রম্বোপ্লাস্টিন নামক পদার্থ তৈরি করে। এ পদার্থগুলো রক্তের আমিষ প্রোথ্রমবিনকে থ্রমবিনে পরিণত করে। থ্রমবিন রক্তরসের প্রোটিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিন জালিতে পরিণত করে। এই জালিকা ক্ষতস্থানে রক্তক্ষরণ জমাট বাঁধানোর মাধ্যমে বন্ধ করে।

Comments

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।