কোক কার্বন, Crude Oil, Refining কি?
কোক কার্বন, Crude Oil, Refining কি?
কোক কার্বনঃ খনি থেকে আহরিত কয়লাকে তাপ দিলে বিভিন্ন উদ্বায়ী যৌগ গ্যাস হিসেবে নির্গত হয়। গ্যাস নির্গত হওয়ার পর প্রাপ্ত অবশেষেকে কোক বলে।
Crude Oil : অপরিশোধিত তেল মূলত হাইড্রোকার্বন ও অন্যান্য কিছু জৈব যৌগের মিশ্রণ।
Refining : অপরিশোধিত তেলের বিভিন্ন অংশকে পৃথক করার প্রক্রিয়া হলো পরিশোধন বা রিফাইনিং।
Comments
Post a Comment