AB গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলা হয় কেন?

AB গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলা হয় কেন?



AB রক্তের গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলা হয়। কারণ A গ্রুপের রক্ত দাতা A ও AB গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে। আবার B গ্রুপের ব্যক্তি B ও AB গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে। এছাড়া O গ্রুপের ব্যক্তি সকল গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে। A, B, AB ও O এই চারটি গ্রুপের ব্যক্তি AB গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে। সুতরাং বলা যায় AB গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলা হয়।

Comments

  1. Jodi rokter group ab- hoy...tahole o ki se shobar thake rokto nite parbe?

    ReplyDelete
    Replies
    1. না।
      যদি রক্তের গ্রুপ (AB-) হয় তবে সে কোনো positive (+) গ্রুপের রক্ত নিতে পারবে না।
      কোনো Negative(-) গ্রুপ রক্তের ব্যাক্তি মাত্র ১ বার কোনো Positive(+) গ্রুপের রক্ত নিতে পারবে।
      যদি সে দ্বিতীয় বার কোনো positive (+) গ্রুপের রক্ত নেয় তাহলে তার ১০+
      —১২ দিনের মধ্যে মৃত্যু ঘটবে।

      Delete
  2. R jader ab group Tara ki shobai k dite parbe rokto naki shudu nitei parbe?

    ReplyDelete
    Replies
    1. শুধু মাত্র AB গ্রুপের মানুষকেই দিতে পারবে।

      Delete

Post a Comment

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।