AB গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলা হয় কেন?
AB গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলা হয় কেন?
AB রক্তের গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলা হয়। কারণ A গ্রুপের রক্ত দাতা A ও AB গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে। আবার B গ্রুপের ব্যক্তি B ও AB গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে। এছাড়া O গ্রুপের ব্যক্তি সকল গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে। A, B, AB ও O এই চারটি গ্রুপের ব্যক্তি AB গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে। সুতরাং বলা যায় AB গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলা হয়।
Jodi rokter group ab- hoy...tahole o ki se shobar thake rokto nite parbe?
ReplyDeleteনা।
Deleteযদি রক্তের গ্রুপ (AB-) হয় তবে সে কোনো positive (+) গ্রুপের রক্ত নিতে পারবে না।
কোনো Negative(-) গ্রুপ রক্তের ব্যাক্তি মাত্র ১ বার কোনো Positive(+) গ্রুপের রক্ত নিতে পারবে।
যদি সে দ্বিতীয় বার কোনো positive (+) গ্রুপের রক্ত নেয় তাহলে তার ১০+
—১২ দিনের মধ্যে মৃত্যু ঘটবে।
R jader ab group Tara ki shobai k dite parbe rokto naki shudu nitei parbe?
ReplyDeleteশুধু মাত্র AB গ্রুপের মানুষকেই দিতে পারবে।
Delete