ফ্যাক্স কি?

ফ্যাক্স কি?


ফ্যাক্স হল তার বা রেডিওর সাহায্যে কোন ছবি, চিত্র, ডায়াগ্রাম বা যে কোন লিখিত ডকুমেন্ট হুবহু কপি করে প্রেরণ করার একটি ইলেকট্রনিক ব্যবস্থা। আধুনিক ফ্যাক্স মেশিনে কোন ডকুমেন্ট ইলেকট্রনিক উপায় স্ক্যানিং করা হয় এবং স্ক্যানকৃত সংকেতকে বাইনারি সংকেত রূপান্তর করা হয়। এরপর স্ট্যান্ডার্ড মোডেল কৌশল ব্যবহার করে টেলিফোনের মাধ্যমে প্রেরণ করা হয়। গ্রাহক ফ্যাক্স মেশিন একে ডকুমেন্টে পরিণত করে। এরপর একটি প্রিন্টারে প্রেরণ করে ডকুমেন্ট টিকে হুবহু ছেপে বের করা হয়। এভাবেই ফ্যাক্স মেশিন কাজ করে।
ফ্যাক্স মেশিন ব্যবহার করে খুব অল্প সময়ে অপরাধীর ছবি, অঙ্গুলের ছাপ ইত্যাদি এক শহর থেকে আরেক শহরে বা দেশে পাঠিয়ে অপরাধী সনাক্ত করা যায়। এছাড়া ব্যাংকিং ব্যবস্থায় ফ্যাক্সের সাহায্যে একাউন্ট সংক্রান্ত তথ্য ও স্বাক্ষরের রেকর্ড করা এবং আদান প্রদান করা হয়।

Comments

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।