ফ্যাক্স কি?
ফ্যাক্স কি?
ফ্যাক্স হল তার বা রেডিওর সাহায্যে কোন ছবি, চিত্র, ডায়াগ্রাম বা যে কোন লিখিত ডকুমেন্ট হুবহু কপি করে প্রেরণ করার একটি ইলেকট্রনিক ব্যবস্থা। আধুনিক ফ্যাক্স মেশিনে কোন ডকুমেন্ট ইলেকট্রনিক উপায় স্ক্যানিং করা হয় এবং স্ক্যানকৃত সংকেতকে বাইনারি সংকেত রূপান্তর করা হয়। এরপর স্ট্যান্ডার্ড মোডেল কৌশল ব্যবহার করে টেলিফোনের মাধ্যমে প্রেরণ করা হয়। গ্রাহক ফ্যাক্স মেশিন একে ডকুমেন্টে পরিণত করে। এরপর একটি প্রিন্টারে প্রেরণ করে ডকুমেন্ট টিকে হুবহু ছেপে বের করা হয়। এভাবেই ফ্যাক্স মেশিন কাজ করে।
ফ্যাক্স মেশিন ব্যবহার করে খুব অল্প সময়ে অপরাধীর ছবি, অঙ্গুলের ছাপ ইত্যাদি এক শহর থেকে আরেক শহরে বা দেশে পাঠিয়ে অপরাধী সনাক্ত করা যায়। এছাড়া ব্যাংকিং ব্যবস্থায় ফ্যাক্সের সাহায্যে একাউন্ট সংক্রান্ত তথ্য ও স্বাক্ষরের রেকর্ড করা এবং আদান প্রদান করা হয়।
Comments
Post a Comment