স্ববিজারণ কি?

স্ববিজারণ কি?


 

স্ববিজারণঃ  কোন ধাতু তার আকরিক থেকে যখন নিজেই যে পদ্ধতিতে বিজারিত হয়ে মুক্ত ধাতুতে পরিণত হয় তখন ওই পদ্ধতিকে স্ববিজারন বলে।

আমরা জানি, সক্রিয়তা সিরিজের উপরের দিকে অধিক সক্রিয় ধাতু গুলিকে তার আকরিক থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে মুক্তধাতুতে রূপান্তর করা হয়। সক্রিয়তা সিরিজে মধ্যম সক্রিয় ধাতু গুলিকে তার আকরিক থেকে কার্বন বিজারণ পদ্ধতিতে মুক্ত ধাতু পাওয়া যায়। আর সক্রিয়তা সিরিজে যেসব ধাতু গুলির সক্রিয়তা হাইড্রোজেন এর থেকে কম ওইসব ধাতু স্ববিজারন পদ্ধতিতে তার আকরিক থেকে নিষ্কাশিত হয়। 

যেমনঃ কপার, সিলভার, মার্কারি ইত্যাদি ধাতুর সক্রিয়তা হাইড্রোজেন এর থেকে কম। এই ধাতু গুলি এদের আকরিক থেকে স্ববিজারন পদ্ধতিতে নিষ্কাশিত হয়।

যেমনঃ কপারের আকরিক চালকোসাইট (Cu₂S) প্রথমে নিয়ন্ত্রিত অক্সিজেন দ্বারা জারিত করে কিউপ্রাস অক্সাইডে (Cu₂O) পরিণত করা হয়।   
পরে এই কিউপ্রাস অক্সাইড ও Cu₂S বিক্রিয়া করে কপার ধাতুতে পরিণত হয়। এ পদ্ধতিতে কপার নিজেই বিজারিত হয় বলে একে স্ববিজারন বলে।

Cu₂S + O₂ -------> Cu₂O + SO₂
       
Cu₂S + Cu₂O ------> Cu + SO₂

 
আবার, মার্কারির আকরিক সিন্নাবার (Hg₂S) একে নিয়ন্ত্রিত অক্সিজেন দ্বারা জারিত করে মারকিউরাস অক্সাইড (Hg₂O) এ রূপান্তরিত করা হয়। 
পরবর্তীতে Hg₂S ও Hg₂O বিক্রিয়া করে মুক্ত ধাতুতে পরিণত হয়। একেও স্ববিজারণ পদ্ধতি বলে।

Hg₂S + O₂ -------> Hg₂O  + SO₂
      
Hg₂S + Hg₂O --------> Hg + SO₂

Comments

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?