ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের বৈশিষ্ট্য কি?

ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের বৈশিষ্ট্য কি?




ইলেকট্রনঃ  পরমাণুতে নিউক্লিয়াসের বাহিরে নির্দিষ্ট শক্তিস্তরে ঋণাত্মক আধান যুক্ত যে স্থায়ী মূল কণিকা অবস্থান করে তাকে ইলেকট্রন বলে।

একটি ইলেকট্রনের ভর প্রোটন ও নিউট্রনের ভরের তুলনায় 1837 গুন কম।

ইলেকট্রনের আধান = - 1.60 x 10 - ¹⁹ কুলম্ব 
বা, - 1.60 x10 - ²º emu  
বা,  4.8x10 - ¹º esu
ইলেকট্রনের ভর = 9.11 x 10 - ²⁸ g
ইলেকট্রন এর প্রতীক = e-
ইলেকট্রনের আপেক্ষিক আধান = - 1


প্রোটনঃ পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক চার্জযুক্ত যে স্থায়ী মূল কণিকা অবস্থান করে তাকে প্রোটন বলে।
প্রোটনের আধান = + 1.60 x 10 - ¹⁹ কুলম্ব 
বা,   1.60 x10 - ²º emu  
বা,  4.8x10 - ¹º esu
 প্রোটনের ভর = 1.67 x 10 - ²⁴ g
 প্রোটনের প্রতিক = p
 প্রোটনের আপেক্ষিক আধান = + 1


নিউটনঃ  পরমাণুর নিউক্লিয়াসে চার্জ নিরপেক্ষ স্থায়ী মূল কণিকাকে নিউটন বলে।
 নিউটনের আধান = 0
 নিউট্রনের ভর = 1.675 x 10 - ²⁴ g
 নিউটনের প্রতীক = n
 আপেক্ষিক আধান = 0

Comments

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?