পাতন, বাষ্পীভবন, ঘনীভবন, উদ্বায়ী পদার্থ কাকে বলে?
পাতন, বাষ্পীভবন, ঘনীভবন, উদ্বায়ী পদার্থ কাকে বলে?
পাতনঃ কোন তরল পদার্থকে তাপ প্রয়োগ করে বাষ্পে পরিণত করে ঐ বাষ্পকে শীতলীকরণের মাধ্যমে পুনরায় তরলে পরিণত করার প্রক্রিয়াকে পাতন বলে।
পাতন প্রক্রিয়ায় কোন তরল মিশ্রণের উপাদানগুলিকে পৃথক করা যায়।
পাতন = বাষ্পীভবন + ঘনীভবন।
পাতন প্রক্রিয়ায় কোন তরল মিশ্রণের উপাদানগুলিকে পৃথক করা যায়।
পাতন = বাষ্পীভবন + ঘনীভবন।
বাষ্পীভবনঃ তাপ প্রয়োগে তরল পদার্থকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে।
ঘনীভবনঃ তরল পদার্থের বাষ্পকে শীতল করে পুনরায় তরলে পরিণত করার প্রক্রিয়াকে ঘনীভবন বলে।
উদ্বায়ী পদার্থঃ কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে সরাসরি কঠিন অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয় তাদেরকে উদ্বায়ী পদার্থ বলে।
যেমনঃ আয়োডিন,কর্পূর, ন্যাপথলিন, কঠিন কার্বন ডাই অক্সাইড এগুলো উদ্বায়ী পদার্থ।
Comments
Post a Comment