গ্রাম পারমাণবিক ভর ও গ্রাম আণবিক ভর কাকে বলে?

গ্রাম পারমাণবিক ভর ও গ্রাম আণবিক ভর কাকে বলে?


 
গ্রাম পারমাণবিক ভরঃ  কোন মৌলিক পদার্থের পারমানবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমান পাওয়া যায় তাকে ঐ মৌলের গ্রাম পারমাণবিক ভর বলে।

যেমনঃ Na এর পারমাণবিক ভর 23.
 অতএব 23g Na = 1গ্রাম পারমাণবিক ভর Na. বা 1 মোল Na পরমানু। মৌলিক পদার্থের ক্ষেত্রে একে মোল বলে।

গ্রাম আণবিক ভরঃ  কোন যৌগিক পদার্থের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমান পাওয়া যায় তাকে ঐ যৌগের গ্রাম আণবিক ভর বলে।

যেমনঃ 
H₂O এর গ্রাম আণবিক ভর 18.
অতএব, 18g H₂O =1 গ্রাম আণবিক ভর H₂O,  বা 1মোল H₂O.

Comments

  1. আণবিক ভর কে Gram per mol এককে প্রকাশ করা হয় কেন??

    ReplyDelete
  2. ভাই ফিল পাইতেছিনা। একটুখানি ফিল দিয়ে বুঝানো খালি সংজ্ঞা দিলে তো বুঝতে পারছি না প্লিজ ভাইয়া

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?