পর্যায় সারণির সুবিধা কি?

পর্যায় সারণির সুবিধা কি?




পর্যায় সারণি আবিষ্কারের পূর্বে মৌলসমূহের ধর্ম গুলি আলাদা আলাদা ভাবে মনে রাখতে হতো। এতে করে মৌলসমূহের ধর্ম মনে রাখা বেশ কষ্টসাধ্য ছিল। মৌল গুলির ধর্ম সহজ মনে রাখার জন্য বিভিন্ন বিজ্ঞানী মৌলসমূহকে তাদের ধর্ম অনুসারে সাজানোর চেষ্টা করেন। পরবর্তীতে ১৮৬৯ খ্রিস্টাব্দে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিফ একই ধর্ম বিশিষ্ট মৌল সমূহকে একই গ্রুপে রেখে মৌল সমূহের জন্য পর্যায় সারণি আবিষ্কার করেন।
এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা 118 টি। 
আমরা যদি প্রতিটি মৌলের চারটি ভৌত ধর্ম  এবং  চারটি  রাসায়নিক ধর্ম মনে রাখি তবে 118 মৌলের ধর্ম হবে = 118 x ( 4 + 4) = 944 টি। এতগুলো ধর্ম মনে রাখা অসম্ভব। কিন্তু পর্যায় সারণি সে কাজটিকে অনেক সহজ করে দিয়েছে। পর্যায় সারণিতে 18 টি গ্রুপ এবং 7টি পর্যায় আছে। প্রতিটি গ্রুপের সাধারণ ধর্ম জানা থাকলে 118 টি মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করা যায়। 
কাজেই মৌল সমূহের ধর্ম সহজে মনে রাখার জন্য পর্যায় সারণি অনেক গুরুত্বপূর্ণ।

Comments

Post a Comment

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।