দহন বিক্রিয়া কি?

দহন বিক্রিয়া কি?


 

দহন বিক্রিয়াঃ  কোন মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে।
       
            
Na + O₂ --------> Na₂O
CH₄ + O₂ --------> CO₂ + H₂O + তাপ

 প্রতিটি জ্বালানির দহন বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, তাপ শক্তি উৎপন্ন হয়। এ তাপ শক্তি ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপাদন, কল কারখানা চালনা, রান্না করা প্রভৃতি করতে পারি। 
দহন বিক্রিয়া গুলি একমুখী হয়ে থাকে।

Comments

Post a Comment

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।