হাইড্রোকার্বন, জৈব যৌগ, গ্যাসোহোল, রেকটিফাইড স্পিরিট কাকে বলে?

হাইড্রোকার্বন, জৈব যৌগ, গ্যাসোহোল, রেকটিফাইড স্পিরিট কাকে বলে?


 
হাইড্রোকার্বনঃ  হাইড্রোজেন ও কার্বন এ দ্বিমৌল দ্বারা গঠিত যৌগসমূহকে হাইড্রোকার্বন বলে। যেমনঃ মিথেন(CH₄), ইথেন(C₂H₆), প্রোপেন(C₃H₈) ইত্যাদি।

 
জৈব যৌগঃ  হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের জাতকসমূহকে জৈব যৌগ বলে।
যেমনঃ মিথান্যাল(H-CHO), ইথান্যাল(CH₃CHO), ইথানয়িক এসিড(CH₃COOH) ইত্যাদি।


গ্যাসহোলঃ  পেট্রোলের সাথে 10 % থেকে 20 % ইথানল মিশ্রিত জ্বালানিকে গ্যাসহোল বলে।


রেকটিফাইড স্পিরিটঃ  95.6% ইথানল ও 4.4% পানির সমস্ফুটন মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলে।

Comments

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।