অসম্পৃক্ততা (অ্যালকিন বা অ্যালকাইন) সনাক্তকরণ।

অসম্পৃক্ততা (অ্যালকিন বা অ্যালকাইন) সনাক্তকরণ।


 

জৈব যৌগে অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন (যেমনঃ ইথিন, প্রোপিন, বিউটিন ইত্যাদি) এদের মধ্যে  কার্বন- কার্বন  দ্বিবন্ধন  বিদ্যামান  থাকে। অ্যালকাইন (যেমনঃ ইথাইন, প্রোপাইন, বিউটাইন, ইত্যাদি) এদের মধ্যে কার্বন- কার্বন ত্রিবন্ধন বিদ্যমান থাকে। অ্যালকিন বা অ্যালকাইন আমরা দুটি পদ্ধতিতে সনাক্ত করতে পারি।

১. ব্রোমিন পরীক্ষা   ২. বেয়ার পরীক্ষা বা জারণ পদ্ধতি।

 
ব্রোমিন পরীক্ষাঃ ব্রোমিনকে কার্বন টেট্রাক্লোরাইডে (CCl₄) দ্রবীভূত করে ব্রোমিনের 5% দ্রবন তৈরি করা হয়। ব্রোমিন এর দ্রবণ লাল বর্ণের হয়ে থাকে। 
অসম্পৃক্ত যৌগ যেমনঃ ইথিনের মধ্যে ব্রোমিন এর 5% দ্রবণ ফোঁটায় ফোঁটায় যোগ করলে যদি ব্রোমিনের লাল বর্ণ বর্ণহীন হয় এবং 1,2-ডাই ব্রোমো ইথেন গঠন করে, তবে যৌগটি অসম্পৃক্ত। 
একই ভাবে অ্যালকাইন যেমনঃ ইথাইন শনাক্ত করা যায়।

H₂C=CH₂+Br₂ ----->CH₂BrCH₂Br


ব্রোমিনের লাল বর্ণ বর্ণহীন না হলে যৌগটি সম্পৃক্ত।

 
বেয়ার বা জারণ পরীক্ষাঃ এ পদ্ধতিতে ইথিন কে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর ক্ষারীয় বা জলীয় দ্রবন দ্বারা জারিত করলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর গোলাপি বর্ণ বর্ণহীন হয় এবং ইথিলিন গ্লাইকল উৎপন্ন করে। 
এ পরীক্ষার মাধ্যমে অসম্পৃক্ততা শনাক্ত করা যায়।

2KMnO₄+2KOH -----> 2K₂MnO₄+H₂O+[O]

H₂C=CH₂+H₂O+[O] -----> H₂C(OH)CH₂(OH)

Comments

  1. It's very helpful for me.🥰🥰

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. বেয়ার পরিক্ষাটি জারণ বিজারণ আকারে দেখালে উপকৃত হতাম।

    ReplyDelete
  4. ভালো লেগছে।

    ReplyDelete
  5. আরো বিস্তারিত থাকলে ভালো হত, তবে যতটুকু দিয়েছেন উপকৃত হয়েছি

    ReplyDelete
  6. প্রোপাইন এর অসম্পৃক্ততার‌ প্রমান‌ করে দিবেন‌ plz

    ReplyDelete
    Replies
    1. মনে হয় এইটা হবে (প্রোপাইন +2Br2------>CH2Br-CHBr2-CH2Br) তবে কনফার্ম না

      Delete
    2. প্রোপাইন এর বেয়ার পরীক্ষা কিভাবে হবে?

      Delete
  7. ইথাইনের বেয়ার দ্রবণ দিলে ভালো হতো।

    ReplyDelete
    Replies
    1. C2H2 + 4[O] --->
      HOOC-COOH

      Delete
    2. প্রোপাইনের বেয়ার দ্রবণ টা কেমন হবে?

      Delete
  8. CH3-CH=CH2(প্রোপিন) + Br2(ব্রোমিন)→ ?

    ReplyDelete
    Replies
    1. CH3-CH=CH2+ Br2--->CH3-CHCL-CH2CL (1,2 ডাই ব্রোমো প্রোপেন)

      Delete

Post a Comment

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।