প্রোপিন থেকে প্রোপানোয়িক এসিড প্রস্তুতি।

প্রোপিন থেকে প্রোপানোয়িক এসিড প্রস্তুতি।



 
প্রোপিন থেকে নিম্নরূপ উপায় প্রোপানোয়িক এসিড প্রস্তুত করা যায়।

১. প্রথমে প্রোপিনের সঙ্গে হাইড্রোজেন ক্লোরাইড বিক্রিয়া করালে ক্লোরো প্রোপেন উৎপন্ন হয়।

CH₃CH₂CH=CH₂ +HCl ------> CH₃CH₂CH₂Cl

২. ক্লোরো প্রোপেন কে জলীয় ক্ষার দ্বারা আর্দ্র বিশ্লেষণ করলে প্রোপানল উৎপন্ন হয়।

CH₃CH₂CH₂Cl +NaOH(aq) ----> CH₃CH₂CH₂OH + NaCl

৩. প্রোপানল কে অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট (গাঢ় H₂SO₄ + KMnO₄) দ্বারা জারিত করলে প্রোপান্যাল উৎপন্ন হয়।

CH₃CH₂CH₂OH +[O] -------> CH₃CH₂CHO

৪. প্রোপান্যাল কে আবার অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত করলে প্রোপানোয়িক এসিড উৎপন্ন হয়।

CH₃CH₂CHO + [O] -------> CH₃CH₂COOH

Comments

  1. প্রোপানয়িক এসিড থেকে কীভাবে প্রোপিন তৈরি করা যায়?

    ReplyDelete
  2. প্রোপানয়িক এসিড থেকে কীভাবে ইথিন তৈরি করা যায়?

    ReplyDelete
  3. প্রোপিন থেকে প্রোপেন প্রস্তুতি কিভাবে হয়

    ReplyDelete
    Replies
    1. প্রোপাইন থেকে প্রোপেন

      Delete
  4. প্রপানয়িক অ্যাসিড থেকে প্রোপেন প্রস্তুতি কেমনে

    ReplyDelete
    Replies
    1. CH3+NaHCl--------->CHNa+H2O জারন বিক্রিয়া -ঃNaoH + ClO2------>Nacl+H2o এই এসিড ব্যাটারিগুলো অত্যন্ত বিপদজনক। ক্যাথোড বিক্রিয়া-ঃ CH3+NaoH...............

      Delete

Post a Comment

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।