ঘনীভবন ও যুত পলিমারের মধ্যে পার্থক্য কি?

ঘনীভবন ও যুত পলিমারের মধ্যে পার্থক্য কি?




ঘনীভবন ও যুত পলিমারের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ

১. যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অনুসমূহ পরস্পরের সাথে যুক্ত হয়ে ক্ষুদ্র অনু HO, CO ইত্যাদি অপসারণ করে তাকে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া বলে।

অপরদিকে, যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অনুসমূহ পরস্পরের সাথে যুক্ত হয়ে দীর্ঘ শিকল বিশিষ্ট পলিমার গঠন করে তাকে যুত পলিমারকরণ বিক্রিয়া বলে।


২. যুত পলিমারকরণ বিক্রিয়া কোন উপজাত তৈরি হয় না। 
কিন্তু ঘনীভবন পলিমারকরন বিক্রিয়ায় উপজাত ইত্যাদি তৈরি হয়।


৩. পলিথিন, পিভিসি, পলিপ্রপিলিন ইত্যাদি যুত পলিমারকরণের উদাহরণ।
 
অপরদিকে নাইলন 6,নাইলন 6:6 ইত্যাদি ঘনীভবন পলিমারকরণের উদাহরণ।

Comments

Post a Comment

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।