গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করলেও হীরক করে না কেন?

গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করলেও হীরক করে না কেন?


 

গ্রাফাইট ও হীরক উভয়ে কার্বনের রূপভেদ, হওয়া সত্বেও গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে কিন্তু হীরক বিদ্যুৎ পরিবহন করেনা। 

কারণ, গ্রাফাইটে প্রতিটি কার্বন পরমাণু sp² সংকরিত এবং হীরকে প্রতিটি কার্বন পরমাণু sp³ সংকরিত থাকে। 
গ্রাফাইটের প্রতিটি কার্বন অপর তিনটি কার্বনের সাথে যুক্ত হয়ে ষড়ভুজাকৃতি জালিকার ন্যায় বিন্যাস গঠন করে। গ্রাফাইটের প্রতিটি কার্বন পরমাণুতে একটি করে সঞ্চারণশীল ইলেকট্রন বিদ্যমান থাকে। 
এই সঞ্চারণশীল ইলেকট্রন কোন কার্বন পরমাণুতে নির্দিষ্টভাবে যুক্ত না থেকে সমস্ত গ্রাফাইট স্ফটিকের উপর সঞ্চারণশীল থাকে। এই সঞ্চারণশীল ইলেকট্রনের জন্য গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী হয়। 
কিন্তু হীরকে প্রতিটি কার্বন পরমাণু অপর চারটি কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়ে চতুস্তলকীয় কাঠামো গঠন করে। হীরকের কার্বন পরমাণুতে কোন সঞ্চারণশীল ইলেকট্রন না থাকার জন্য হীরক বিদ্যুৎ পরিবহন করে না।

Comments

Post a Comment

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।