মোমবাতির দহন/ প্রজ্জ্বলন এবং পদার্থের ভৌত ও রাসায়নিক পরিবর্তন।

মোমবাতির দহন/ প্রজ্জ্বলন এবং পদার্থের ভৌত ও রাসায়নিক পরিবর্তন।



মোমবাতির প্রধান উপাদান হাইড্রোকার্বন অ্যালকেন। মোমবাতির দহন করলে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন উভয়ই ঘটে।

ভৌত পরিবর্তনঃ  যে পরিবর্তন শুধু পদার্থের বাহ্যিক অবস্থার (কঠিন, তরল ও গ্যাস) পরিবর্তন ঘটায় তাকে ভৌত পরিবর্তন বলে।

মোমবাতির দহন করলে ভৌত পরিবর্তন ঘটে। মোমের সলতে আগুন দিলে তাপের প্রভাবে সলতের নিচের অংশে কঠিন মোম গলে তরলে পরিণত হয়। 
আবার এই তরল মোম, মোমের গা বেয়ে নিচের দিকে পড়লে তরল মোম আবার কঠিন মোমে রূপান্তরিত হয়। আবার তাপের প্রভাবে কিছু মোম গ্যাসে পরিণত হয়। 
অর্থাৎ মোমকে দহন করলে কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থার পারস্পারিক রূপান্তর ঘটে। 
অর্থাৎ ভৌত পরিবর্তন সংঘটিত হয়।

 
রাসায়নিক পরিবর্তনঃ কোন পদার্থ যখন  তার নিজস্ব ধর্ম সম্পূর্ণ হারিয়ে ভিন্ন ধর্ম বিশিষ্ট অন্য  কোন পদার্থে পরিণত  হয়  হওয়াকে  রাসায়নিক পরিবর্তন বলে।
মোমকে দহন করলে মোমের হাইড্রোকার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন-ডাই-অক্সাইড (CO₂)  জলীয় বাষ্প (H₂O)  এবং তাপ ও আলো শক্তি উৎপন্ন করে। এতে মোম এর সম্পূর্ণ ধর্ম হারিয়ে ভিন্ন ধর্ম বিশিষ্ট কার্বন- ডাই- অক্সাইড ও জলীয় বাষ্পে পরিণত হয়। 
এজন্য মোমবাতির দহনে রাসায়নিক পরিবর্তন ঘটে।

মোম + O₂ ----->CO₂ (g) + H₂O (g) + তাপ + আলো

অতএব বলা যায়,  মোমবাতির দহন করলে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন উভয়ই ঘটে।

Comments

  1. মোমের দহনে মোট কয়টি শক্তি উৎপন্ন হয় ?

    ReplyDelete
    Replies
    1. ২টা।
      ১.আলোক শক্তি
      ২.তাপশক্তি

      Delete
  2. মোমের দহনে মোট কয়টি শক্তি উৎপন্ন হয় ?

    ReplyDelete
  3. It's really helpfull... Thanks

    ReplyDelete
  4. 🙃🙃🙃🙃 thanks...
    it's very helpful for us....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।